বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ

জিম্বাবুয়েতে প্রথম হারের স্বাদ পেলো বাংলাদেশ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:09 শুক্রবার, 23 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

প্রথম ম্যাচে দাপটের সঙ্গে জয় পেলেও দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যর্থ বাংলাদেশ। টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে শেষ দিকে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন শামীম হোসেন পাটোয়ারি, আফিফ হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিন। 

অভিষেক ম্যাচে ১৩ বলে ২৯ রান করে শামীম ফেরার পর আফিফ সাজঘরের পথে হাঁটেন ২৫ বলে ২৪ রান করে। এরপর সাইফউদ্দিন ১৫ বলে ১৯ রান করলেও শেষ পর্যন্ত বাংলাদেশ অল আউট হয় ১৪৩ রানে। তাতে বাংলাদেশকে ২৩ রানে হারিয়ে সিরিজে সমতা আনলো জিম্বাবুয়ে।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয়ের জন্য ১৬৭ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। প্রথম ম্যাচে উদ্বোধনী জুটিতে ১০২ রান যোগ করলেও এদিন সৌম্য সরকার ও মোহাম্মদ নাইমের জুটিতে মাত্র ১৪ রান তুলেছে সফরকারীরা।

ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলেই সাজঘরে ফেরেন নাইম। ব্লেসিং মুজারাবানির বলে বোল্ড হয়ে ফেরা নাইম করেছেন ৮ বলে ৫ রান। ওই ওভারের চতুর্থ ওভারে ফেরেন প্রথম টি-টোয়েন্টিতে হাফ সেঞ্চুরি করে ম্যাচ সেরা হওয়া সৌম্য। মুজারাবানির বলে সিকান্দার রাজার হাতে ক্যাচ দিয়ে ৭ বলে ৮ রান করে প্যাভিলিয়নের পথে হাঁটেন বাঁহাতি এই ওপেনার ।

চারে নেমে শেখ মেহেদি হাসানকে সঙ্গে তিনি প্রতিরোধ গড়ার চেষ্টা করেন সাকিব আল হাসান। যদিও সেটা খুব বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হয়নি। দুই চারের সাহায্যে ১০ বলে ১২ রান করে মাসাকাদজার বলে ফেরেন সাকিব। এরপর দ্রুতই আরও দুই উইকেট হারায় বাংলাদেশ।

 তিনে নেমে থিতু হলেও ১৯ বলে ১৫ রানের বেশি করতে পারেননি শেখ মেহেদি। ডানহাতি এই ব্যাটসম্যানকে ক্যাচ আউট করেছেন মাসাকাদজা। অধিনায়ক মাহমুদউল্লাহও ফেরেন ৬ বলে ৪ রান করে।  এদিকে নুরুল হাসান সোহান ফেরেন ৮ বলে ৯ রান করে।  শেষ দিকে শামীম, আফিফ ও সাইফউদ্দিনরা ব্যাট হাতে ঝড় তুললেও দলকে জেতাতে পারেননি। 

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৬ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। দলের হয়ে ওয়েসলে মাধেভেরে ৭৩,  রায়ান বার্ল ৩৪ ও ডিয়ন মেয়ার্স করেছেন ২৬ রান। বাংলাদেশের হয়ে তিনটি উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম।

সংক্ষিপ্ত স্কোর:

জিম্বাবুয়ে- ১৬৬/৬ (২০ ওভার) (মারুমানি ৩, মাধেভেরে ৭৩, চাকাভা ১৪, মেয়ার্স ২৬, বার্ল ৩৪*; শরিফুল ৩/৩৩, সাকিব ১/৩২, মেহেদী ১/১১)

বাংলাদেশ: ১৪৩/৫ (ওভার ১৯.৫) (মেহেদি ১৫, সাকিব ১২, সৌম্য ৮, শামীম ২৯, আফিফ ২৪, সাইফউদ্দিন ১৯)