আয়ারল্যান্ড-দক্ষিণ আফ্রিকা সিরিজ

মিলার ঝড়ে সিরিজ জিতলো দক্ষিণ আফ্রিকা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:41 শুক্রবার, 23 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ডেভিড মিলারের হার না মানা ব্যাটিং ও তাবরাইজ শামসি-বিয়ন ফোরটানদের দুর্দান্ত বোলিংয়ে স্বাগতিক আয়ারল্যান্ডকে ৪২ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এতে করে এক ম্যাচ বাকি রেখেই সিরিজ নিজেদের করে নিলো প্রোটিয়ারা।

বৃহস্পতিবার বেলফাস্টের সিভিল সার্ভিস ক্রিকেট ক্লাবে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৫৯ রান তোলে দক্ষিণ আফ্রিকা। জবাব দিতে নেমে সফরকারী বোলারদের কোণঠাসা বোলিংয়ে ৩ বল বাকি থাকতেই ১১৭ রানেই থামে আইরিশদের ইনিংস।

এর আগে, শুরুতে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই অধিনায়ক টেম্বা বাভুমা ও ইয়ানেমান মালানের উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। প্রথম ওভারের দ্বিতীয় বলেই বাভুমা ও চতুর্থ বলে মালানকে শিকার করেন পল স্টার্লিং।

এরপর স্কোরবোর্ডে ২৪ রান জমা হতেই এইডেন মারক্রামকে (৮) বোল্ড করে ফিরিয়ে দেন মার্ক অ্যাডায়ার। দল শুরুতে উইকেট হারানোয় থিতু হওয়ার চেষ্টা করছিলেন এক প্রান্ত আগলে রাখা কুইন্টন ডি কক। তবে দলীয় সংগ্রহে আরো ১৪ রান যোগ হতেই সিমি সিংয়ের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন তিনি।

ফিরে যাওয়ার আগে ২০ বলে ৫ চারের সাহায্যে ২৭ রান করে যান তিনি। এরপর বাঁহাতি পেসার জস লিটলের বলে রাসি ভ্যান ডার ডুসেন উইকেটের পেছনে ক্যাচ দিলে ১০ ওভার শেষে সফরকারীদের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ৫৭।

দলের বিপর্যয়ের মুহূর্তে হাল ধরেন মিলার। ওয়েস্ট ইন্ডিজ সফরের কয়েক ম্যাচে রান খরায় থাকলেও প্রয়োজনের মুহূর্তে এদিন জ্বলে ওঠেন তিনি। একাদশে ফেরা ভিয়ান মুল্ডারকে নিয়ে ষষ্ঠ উইকেটে ৪৩ বলে ৫৮ রানের জুটি গড়েন।

১৮তম ওভারে ক্রেইগ ইয়াংকের বল উড়িয়ে মারতে গিয়ে দুটি করে ছক্কা চারে ২৬ বলে ৩৬ রান করে ফেরেন মুল্ডার। তবে শেষ পর্যন্ত পিচে থেকে লড়তে থাকেন মিলার। শুরুতে বলের সঙ্গে এগুতে থাকলেও ৩৭ বলে ফিফটি তুলে নেন এই বাহাতি। লিটলের শেষ ওভারে চারটি ছক্কা হাঁকিয়ে নেন ২৪ রান। শেষ ১০ ওভারে ১০২ রান তোলে সফরকারীরা।

শেষ পর্যন্ত ৪৪ বলে ৭৫ রানে অপরাজিত থাকেন মিলার। তার ইনিংসটি সাজানো ছিল ৪টি চার ও ৫টি ছয়ের মারে। ছয় বা তার নিচে ব্যাট করে মিলারের এটি তৃতীয় ফিফটি; আফগানিস্তানের মোহাম্মাদ নবি ও শ্রীলঙ্কার থিসারা পেরেরার সঙ্গে যা যৌথ সর্বোচ্চ।

জবাবে তাবরইজ শামসি-বিয়ন ফোরটানদের ঘূর্ণিতে জয়ের সম্ভাবনা জাগাতে পারেনি আয়ারল্যান্ড। প্রথম ওভারেই ফোরটানকে ফিরতি ক্যাচ দেন কেভিন ও’ব্রায়েন। আরেক ওপেনার পল স্টার্লিংকে ডিপ মিড উইকেটে ক্যাচ বানান শামসি। মাঝে পেসার বিউরান হেনড্রিকসের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি।

দ্রুত আরও দুই উইকেট হারালে স্কোরবোর্ডে সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেট ৫৬ রান। তাতেই ম্যাচের সম্ভাব্য ফলও বলতে গেলে নিশ্চিত হয়ে যায়। শুধু হারের ব্যবধানই কমিয়েছে বাকিরা।

আইরিশদের ইনিংসে দুই অঙ্কের দেখা পেয়েছেন পাঁচ ক্রিকেটার। কিন্তু ২৫ পেরুতে পারেনি কেউ। দলের পক্ষে সর্বোচ্চ ২৪ রান করেন গেটকেট।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১৫৯/৭ (বাভুমা ০, ডি কক ২৭, মালান ০, মারক্রাম ৮, ফন ডার ডাসেন ৬, মিলার ৭৫*, মুল্ডার ৩৬, ফোরটান ৫, হেনড্রিকস ০*; স্টার্লিং ৩-০-১২-২, ইয়াং ৪-০-৩৯-১, অ্যাডায়ার ৪-০-৩৩-২, লিটল ৪-০-৪২-১, সিমি ৪-০-২৬-১, গেটকেট ১-০-৬-০)।

আয়ারল্যান্ড: ১৯.৩ ওভারে ১১৭ (স্টার্লিং ১৯, ও’ব্রায়েন ০, বালবার্নি ৬, ডকরেল ২০, টেক্টর ৩, গেটকেট ২৪, টাকার ১২,সিমি ১, অ্যাডায়ার ১৫*, ইয়াং ০; ফোরটান ৪-১-১৬-৩, এনগিডি ৩.৩-০-১৪-১, হেনড্রিকস ৪-০-২৮-২, মুল্ডার ২-০-২৪-০, শামসি ৪-০-১৪-৩), মারক্রাম ২-০-১৭-১।