বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

অস্ট্রেলিয়া সিরিজে খেলা হচ্ছে না মুশফিকের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:35 বৃহস্পতিবার, 22 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ টি-টোয়েন্টি সিরিজে খেলা হচ্ছে না মুশফিকুর রহিমের। জৈব সুরক্ষা বলয়ের বাইরে থাকায় মুশফিককে আসন্ন এই সিরিজে পেতে ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে মতামত জানতে চেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

অস্ট্রেলিয়া সেই প্রস্তাবে না করে দিয়েছে। এই কথা নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেসন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। তিনি জানিয়েছেন বিসিবির অনুরোধেও মন গলেনি ক্রিকেট অস্ট্রেলিয়ার।

তাই মুশফিককে খেলতে হলে ১০ দিনের কোয়ারেন্টাইন পালন করতেই হবে। বিসিবি চেয়েছিল মুশফিকের জন্য ৭দিনের কোয়ারেন্টাইন রাখতে।সেটি হলে আগামী ২৩শে জুলাই থেকে ৩০শে জুলাই পর্যন্ত কোয়ারেন্টাইন পালন করতেন তিনি।

আকরাম বলেন, 'তাকে তার বাবা-মায়ের পাশে থাকার কারণে বাড়ি ফিরতে হয়েছিল এবং আপনি এই পরিস্থিতিতে কিছুই করতে পারবেন না। অবশ্যই মুশফিকুর খেলতে আগ্রহী ছিলো কিন্তু আমরা তাকে কোনভাবে সাহায্য করতে পারছি না। কারণ ক্রিকেট অস্ট্রেলিয়া কোয়ারেন্টাইন সময়সীমা শিথীল করতে রাজি নয়।'

মা–বাবার অসুস্থতার কারণে ওয়ানডে ও টি–টোয়েন্টি সিরিজ না খেলে ১৪ জুলাই রাতে জিম্বাবুয়ে থেকে দেশে ফিরে যান মুশফিক। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ৩ আগস্ট থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে তখনই অনিশ্চিত হয়ে পড়েন তিনি।

আগামী ২৯ জুলাই অস্ট্রেলিয়া দলের ঢাকায় পৌঁছার কথা রয়েছে। জৈব সুরক্ষাবলয়ে থেকে আসছেন বলে ঢাকায় তিন দিনের কোয়ারেন্টিন শেষেই প্রস্তুতি শুরু করতে পারবে তারা।

জিম্বাবুয়ে থেকে ফিরে বাংলাদেশ দলও তিনদিনের কোয়ারেন্টাইনের পর অনুশীলনে যোগ দিতে পারবে। মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে সিরিজের পাঁচটি ম্যাচ হবে যথাক্রমে ৩, ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। সবগুলো ম্যাচই হবে দিবারাত্রির।