জিম্বাবুয়ে-বাংলাদেশ সিরিজ

শততম টি-টোয়েন্টি জয় দিয়ে রাঙালো বাংলাদেশ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:05 বৃহস্পতিবার, 22 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

হারারেতে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৮ উইকেটের ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। এর ফলে নিজেদের শততম টি-টোয়েন্টি জয় দিয়ে রাঙিয়েছে টাইগাররা।

আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের বিপক্ষে ১৫২ রানে অল আউট হয় জিম্বাবুয়ে। শুরুটা ভালো হলেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বড় সংগ্রহ গড়তে পারেনি স্বাগতিকরা

মাঝারি লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন সৌম্য সরকার ও নাইম শেখ। এই দুজনে ওপেনিং জুটিতেই শতরানের জুটি গড়েন। সৌম্য ৪৫ বলে হাফ সেঞ্চুরি তুলে নিয়ে রান আউট হয়ে ফিরেছেন।

সৌম্যর ইনিংসটি সাজানো ছিল ২ ছক্কা আর চারটি চারে। এরপর ৪০ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন নাইমও। ওয়ান ডাউনে নেমে মাত্র ১৫ রান করে ফিরেছেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

এরপর নুরুল হাসান সোহানকে নিয়ে বাংলাদেশকে জিতিয়ে মাঠ ছেড়েছেন নাইম। তিনি ৫১ বলে ৬৬ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। সোহান অপরাজিত থেকেছেন ১৬ রান করে।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে জিম্বাবুয়ে। বোলিংয়ে নেমে নিজের প্রথম ওভারেই উইকেট তুলে নিয়েছেন মুস্তাফিজুর রহমান। এরপর দ্বিতীয় উইকেটে ওয়েসলি মাধেভেরে ও রেজিস চাকাভা যোগ করেন ৬৪ রান।

মাধেভেরেকে দারুণ এক ফিরতি ক্যাচে আউট করেছেন সাকিব আল হাসান। ১১তম ওভারে দুই ব্যাটসম্যানকে হারিয়েছে জিম্বাবুয়ে। হাফ সেঞ্চুরির দ্বারপ্রান্তে থাকা চাকাভা ব্যক্তিগত ৪৩ রানে রান আউট হয়েছেন নুরুল হাসান সোহানের দারুণ থ্রোতে।

একই ওভারে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজাকে উইকেটের পেছনে সোহানের ক্যাচ বানান শরিফুল ইসলাম। বল হাতে সফল হয়েছেন সৌম্য সরকারও। এই পেসার এলবিডব্লিউ করে আউট করেছেন তারিসাই মুসাকান্দাকে।

এরপরের ওভারে শরিফুল দারুণ এক ইন সুইঙ্গারে আউট করেন ৩৫ রান করা ডিওন মেয়ার্সকে। প্রথম স্পেলে উইকেট না পেলেও দারুণ খেলতে থাকা লুইস জংউইকে ইয়র্কারে কুপোকাত করেছেন মোহাম্মদ সাইফউদ্দিন।

সাইফউদ্দিনের বলেই লং অনে দারুণ এক ডাইভিং ক্যাচে নিয়েছেন শামীম হোসেন পাটোয়ারি। আর তাতেই বার্লের ইনিংস থামে ৪ রানে। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি জিম্বাবুয়ে।

১৯তম ওভারে রিচার্ড এনগারাভা ও ব্লেজিং মুজারাবানিকে ফিরিয়ে জিম্বাবুয়ের ইনিংস গুটিয়ে দেন মুস্তাফিজ। 

সংক্ষিপ্ত স্কোর-

জিম্ববাবুয়ে- ১৫২/১০ (১৯ ওভার) (মাধেভেরে ২৩, মারুমানি ৭, চাকাভা ৪৩, মেয়ার্স ৩৫; মুস্তাফিজ ৩/৩১, সাইফউদ্দিন ২/২৩, শরিফুল ২/১৭)

বাংলাদেশ- ১৫৩/২ (১৮.৫ ওভার) (সৌম্য ৫০, নাইম ৬৬*, মাহমুদউল্লাহ ১৫, সোহান ১৬*)