বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের সূচি চূড়ান্ত

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:49 বৃহস্পতিবার, 22 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (২২ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যেম ৫ ম্যাচের দিনক্ষণ জানিয়েছে তারা।

সূচি অনুযায়ী ৫ ম্যাচের সিরিজ শুরু হবে ৩ আগস্ট। আর সিরিজের দ্বিতীয় ম্যাচটি হবে ৪ আগস্ট। এরপর ৫ আগস্ট বিরতি রয়েছে। ৬ আগস্ট সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি। শেষ দুই টি-টোয়েন্টি হবে ৭ ও ৯ আগস্ট। 

সবগুলো ম্যাচই আয়োজন করা হবে মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে। দিনে কোনো ম্যাচ রাখা হয়নি। সবগুলো টি-টোয়েন্টি হবে দিবারাত্রির। যদি ম্যাচগুলো কখন শুরু হবে সেটা এখনও নিশ্চিত করেনি বিসিবি।

সবকিছু ঠিক থাকলে ২৯ জুলাই বাংলাদেশে পা রাখবে অজিরা। একই দিন জিম্বাবুয়ে সিরিজ শেষে দেশে ফিরবে বাংলাদেশ দলও। এই মুহূর্তে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজে অবস্থান করছে অস্ট্রেলিয়া।

সেখান থেকে সরাসরি চার্টাড ফ্লাইটে বাংলাদেশে পা রাখবেন অ্যারন ফিঞ্চ-অ্যালেক্স ক্যারিরা। এরপর ৩ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে তাদের।

জিম্বাবুয়ে থেকে ফিরে বাংলাদেশ দলকেও থাকতে হবে ৩ দিনের কোয়ারেন্টাইনে। এরপর পহেলা আগস্ট মিরপুর শের-এ-বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করবে দুই দল।

বাংলাদেশ সফরে এসে বাড়তি সুবিধা পাবে না অজিরা। সেটা ভালো করেই বুঝতে পারছেন অস্ট্রেলিয়ার পেসার জস হ্যাজেলউড। তিনি স্থানীয় গনমাধ্যমে জানিয়েছেন, বাংলাদেশে এসে কঠোর বিধি নিষেধের মধ্যে থাকতে মানসিকভাবে তৈরি তিনি,

হ্যাজেলউড বলেন, 'বাংলাদেশ সফর কেমন হতে পারে তা নিয়ে আমাদের বেশ কয়েকবার বৈঠক হয়েছে। যতদূর শুনেছি সেখানে জৈব সুরক্ষা বলয়ে অনেক বিধিনিষেধ থাকবে। আমার মনে হয় শুধু হোটেল এবং মাঠ এই দুই জায়গায়ই যাওয়া যাবে। আমরা এর আগেও এমন বলয়ে থেকেছি, অভ্যাস আছে। তবে ভালো দিক হচ্ছে সফরটি ছোট। তাই বাড়তি কোন ঝামেলা হবে না, সফর দ্রুত শেষ হবে এবং আমরা বাড়ি ফিরব।'

ওয়েস্ট ইন্ডিজ এবং বাকি দেশগুলোর জৈব সুরক্ষা বলয়ের পার্থক্য দিতে গিয়ে হ্যাজেলউড বলেন, 'সেন্ট লুসিয়াতে হোটেলের বাইরে যাওয়ার সুযোগ আছে, সমুদ্রে যাওয়া যায় বা গলফ মাঠেও যাওয়ার সুযোগ আছে। বার্বাডোসেও সমুদ্রে যাওয়া যায়। বাকি সব দেশের তুলনায় এখানের বলয়টা একটু ভিন্ন। আমরা ক্রিকেট থেকে দূরে থাকাকালীন কিছুটা হলেও উপভোগ করতে পারছি'