বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

মুশফিকের জন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে আলোচনায় বিসিবি

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 22:26 বুধবার, 21 জুলাই, 2021

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

গেল সপ্তাহে সিদ্ধান্তে পরিবর্তন এনে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও খেলতে চেয়েছিলেন মুশফিকুর রহিম। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের কোয়ারেন্টাইন জটিলতা এড়াতে সিদ্ধান্ত বদলেছিলেন তিনি। কিন্তু পারিবারিক কারণে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ না খেলেই দেশে ফিরেন অভিজ্ঞ এই ক্রিকেটার।

জৈব সুরক্ষা বলয় ভেঙে দেশে ফেরাতেই অস্ট্রেলিয়া সিরিজে মুশফিককে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়। কারণ ক্রিকেট অস্ট্রেলিয়া যে একাধিক শর্ত দিয়ে বাংলাদেশে আসতে চাইছে, তার মধ্যে একটি হচ্ছে বাংলাদেশের সব ক্রিকেটারকে অন্তত ১০দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।

জিম্বাবুয়ে সফরে থাকা ক্রিকেটাররা জৈব সুরক্ষা বলয়েই আছেন। তাদের নিয়ে বড় কোন সমস্যা নেই। কিন্তু জটিলতা মুশফিককে ঘিরেই। কারণ এই মুহূর্তে ১০ দিনের কোয়ারেন্টাইন পালন করতে পারছেন না দেশের অন্যতম অভিজ্ঞ এই ক্রিকেটার।

এমন অবস্থায় আসন্ন ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুশফিককে পেতে ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে আলোচনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি চাইছে মুশফিকের জন্য ৭দিনের কোয়ারেন্টাইন রাখতে। যা চলবে ২৩ থেকে ৩০ জুলাই পর্যন্ত। কিন্তু অস্ট্রেলিয়ার চাওয়া ১০দিন। 

তাই আপাতত দুই বোর্ডের মধ্যে এই ইস্যুতেই চলছে আলোচনা। বিসিবির মেডিকেল বিভাগের প্রধান দেবাশীষ চৌধুরী ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'আমরা ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে আলোচনা করছি। এখনও কোন আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসেনি। ওকে যদি খেলতে হয় তাহলে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে।

'এটা নিয়েই আলোচনা হচ্ছে তবে কোন সিদ্ধান্ত হয়নি। আশা করছি ওরা দ্রুত জানিয়ে দেবে, কিন্তু এখন যদি ওরা বলে কোয়ারেন্টাইন করতে তাহলে সময় তো নেই' আরও যোগ করেন তিনি।  

এদিকে বিসিবির দুই নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এবং হাবিবুল বাশার সুমনের সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায়, আপাতত বিষয়টি বিসিবির মেডিকেল বিভাগের অধীনে রয়েছে। অন্যদিকে মুশফিকের ঘনিষ্ঠ একটি সূত্র থেকে জানা গিয়েছে, তিনি অস্ট্রেলিয়া সিরিজে খেলতে আগ্রহী। 

এছাড়া বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টও দিয়েছেন মুশফিক। যেখানে পবিত্র ঈদুল আজহার দিন সবাইকে ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার কথাও স্মরণ করিয়ে দিয়েছেন মুশফিক। সেই সঙ্গে করোনায় আক্রান্ত একইসঙ্গে বাবা-মায়ের স্বাস্থ্যের বিষয়েও লিখেছেন তিনি।

মুশফিক লিখেছেন, ‘আপনাদের সবাইকে ঈদ মোবারক। সবার জন্য আনন্দময় একটি ঈদের দোয়া করছি। দয়া করে সবাই যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলবেন। কারণ আমাদের দেশ এখনও মহামারির সঙ্গে লড়ছে। আমাদের আশপাশের অসহায়-বঞ্চিত মানুষদের প্রতি দয়াশীল হোন এবং ঈদের আনন্দ ভাগাভাগি করে নিন।’

বাবা-মায়ের স্বাস্থ্যের আপডেট জানিয়ে তিনি লিখেছেন, ‘আরও জানাতে চাই, আল্লাহ্‌র রহমতে আমার বাবা-মা সুস্থতার পথেই রয়েছেন। যারা আমার বাবা-মায়ের খোঁজখবর নিয়েছেন, তাদের জন্য দোয়া করেছেন, প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞ। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আমাদের জন্য দোয়া করবেন। ঈদ মোবারক।’

মুশফিকের এই পোস্ট একটা ইতিবাচক আভাস দিয়েছে অস্ট্রেলিয়া সিরিজে তার খেলা প্রসঙ্গে। এ জন্য এখন বিসিবিও তাকে খেলাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখন শুধু অপেক্ষা ক্রিকেট অস্ট্রেলিয়ার সবুজ সংকেতের। 

সবকিছু ঠিক থাকলে চলতি মাসের শেষ সপ্তাহে বাংলাদেশে পা রাখবে অস্ট্রেলিয়া দল সিরিজে সূচি এখনও চূড়ান্ত না হলেও এক থেকে ৯ তারিখের মধ্যে হতে পারে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি। হাঁটুর চোটের কারণে আসন্ন এই সিরিজে খেলতে পারবেন না তামিম ইকবাল। আর মুশফিককে পেতে ক্রিকেট অস্ট্রেলিয়ার দিকে তাকিয়ে বিসিবি।