বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ

বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি অধিনায়ক সিকান্দার রাজা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:24 বুধবার, 21 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

একমাত্র টেস্ট ও ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হয়েছে জিম্বাবুয়ে। এবার পালা টি-টোয়েন্টি ফরম্যাটে দুই দলের লড়াই দেখার। যা শুরু হবে ২২ জুলাই থেকে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলোও হবে হারারে স্পোর্টস ক্লাবে।

বুধবার টি-টোয়েন্টি সিরিজকে ঘিরে স্কোয়াড ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট। যেখানে প্রাধান্য দেয়া হয়েছে তরুণদের।নাম নেই টেস্ট ও ওয়ানডেতে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করা ব্রেন্ডন টেলরের। আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড সফরকে সামনে রেখে তাকে বিশ্রাম দিয়েছে টিম ম্যানেজমেন্ট।

শন উইলিয়ামস ও ক্রেইভ আরভিন করোনা আক্রান্ত পরিবারের সংস্পর্শে আসায় খেলতে পারেননি টেস্ট ও ওয়ানডেতে। এবার তাদের এই ফরম্যাটেও পাচ্ছে না জিম্বাবুয়ে। তাই টি-টোয়েন্টিতে দলকে নেতৃত্ব দেবেন সিকান্দার রাজা।

যিনি দীর্ঘ সময়ের অসুস্থতা কাটিয়ে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো ২২, ২৩ ও ২৫ জুলাই অনুষ্ঠিত হবে। হারারে স্পোর্টস ক্লাব মাঠে প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে চারটায়।

একনজরে টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়ের স্কোয়াড

রায়ান বার্ল, রেগিস চাকাভা, টেন্ডাই চাতারা, লুক জংওয়ে, তিশানে কামুনহুকামওয়ে, ওয়েসলে মাধেভেরে, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, তারিসাই মুসাকান্দা, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ার্স, রিচার্ড এনগারাভা, সিকান্দার রাজা (অধিনায়ক), মিল্টন শুম্বা ও ডোনাল্ড টিরিপানো।

জিম্বাবুয়ে ও বাংলাদেশের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের সূচি :

১ম ম্যাচ- ২২ জুলাই- বিকাল ৪টা ৩০ মিনিট
২য় ম্যাচ- ২৩ জুলাই- বিকাল ৪টা ৩০ মিনিট
৩য় ম্যাচ- ২৫ জুলাই- বিকাল ৪টা ৩০ মিনিট