বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ

পরিপূর্ণ দল নিয়ে বিশ্বকাপে যেতে চান তামিম

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:47 বুধবার, 21 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

জিম্বাবুয়েকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করে ওয়ার্ল্ড কাপ সুপার লিগে আরও ৩০ পয়েন্ট আদায় করে নিয়েছে বাংলাদেশ। এতে করে সুপার লিগে এখন দ্বিতীয় স্থানে অবস্থান করছে টাইগাররা। অবশ্য শেষ ওয়ানডেতে বাংলাদেশের জয়ের পেছনে সবচেয়ে বেশি অবদান তামিম ইকবালের।

ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরি হাঁকিয়ে দলকে সিরিজ জিততে বড় দায়িত্ব পালন করেছেন তামিম। কয়েক ইনিংস পর রানে ফিরলেও ওয়ানডে দলপতিকে এবার যেতে হচ্ছে লম্বা বিশ্রামে। হাঁটুর চোটে প্রায় দুই মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে।

একই কারণে খেলেননি জিম্বাবুয়ে সফরের একমাত্র টেস্ট, খেলবেন না টি-টোয়েন্টি সিরিজে। ওয়ার্ল্ড কাপ সুপার লিগের অংশ বলে নিজেকে ম্যানেজ করে ওয়ানডে সিরিজ খেলেছেন। শেষ ওয়ানডে শেষে নিজের ভালো লাগা প্রকাশ করার পাশাপাশি তামিম বলছেন বিশ্বকাপে পরিপূর্ণ দল নিয়ে যেতে চান।

তামিম বলেন, চ্যালেঞ্জিং না, আমার কাছে মন হয় আমি ভাল ছন্দে ছিলাম। টেস্ট ওয়ানডে যেখানেই ব্যাটিং করছিলাম কিন্তু বড় রান হচ্ছিল না। এরকম ম্যাচে অবদান রাখতে পেরেছি ভালো লাগছে।’

ওয়ার্ল্ড কাপ সুপার লিগের ১২ ম্যাচে ৮০ পয়েন্ট বাংলাদেশের। জিম্বাবুয়ের বিপক্ষে ৩-০ ব্যবধানে জিতে তালিকায় আছে দুই নম্বরে। ২০২৩ বিশ্বকাপের আগে বাংলাদেশের বাকি আরও চারটি সিরিজ। তামিমের চাওয়া তার আগেই দল হিসেবে পূর্ণতা পাওয়া।

টাইগারদের ওয়ানডে দলপতির ভাষায়, ‘সিরিজ জেতাতে অনেক খুশি। কিন্তু দল হিসেবে আমরা আরও ভালো খেলতে পারি। বিশ্বকাপের আগে আমাদের ১২-১৩টা ম্যাচ আছে, যেগুলো অনেক গুরুত্বপূর্ণ। কারণ বিশ্বকাপে আমরা পরিপূর্ণ দল হিসেবে যেতে চাই।’