বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ

ফরম্যাট বদলাতেই বদলে গেল অস্ট্রেলিয়া

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:20 বুধবার, 21 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ফরম্যাট বদলাতেই যেন বদলে গেল অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে হারের পর ওয়ানডে সিরিজের শুরুটা একদম ভিন্নভাবে করল অজিরা। সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের পাত্তাই দেননি মিচেল স্টার্ক। বাঁহাতি এই পেসারের বোলিং তোপে ভারপ্রাপ্ত অধিনায়ক অ্যালেক্স ক্যারির নেতৃত্বে খর্বশক্তির অস্ট্রেলিয়া পেল বড় জয়।

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে অস্ট্রেলিয়ার জয় ১৩৩ রানে। বারবাডোজে মঙ্গলবার প্রথম ইনিংসের মাঝপথে নামা বৃষ্টিতে ম্যাচ নেমে আসে ৪৯ ওভারে। অস্ট্রেলিয়া তোলে ২৫২ রান। বৃষ্টি আঈনে পদ্ধতিতে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য দাঁড়ায় ২৫৭ রান। কিন্তু স্বাগতিকরা গুটিয়ে যায় মাত্র ১২৩ রানেই।

লক্ষ্য তাড়ায় ব্যাটিংয়ে নেমে নতুন বলে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের ক্রিজে টিকতেই দেননি স্টার্ক-হ্যাজেলউড জুটি। ৮ ওভারের মাথায় ২৭ রানে হারায় তারা ৬ উইকেট। স্টার্কের তখন ২৩ রানে উইকেট ৩টি, হেইজেলউডের শিকার ৪ ওভারে ৩ রানে ৩ উইকেট। 

স্টার্ক পরের দিকে এক ওভারে নেন আরও দুই উইকেট। ওয়ানডেতে অষ্টমবার ৫ উইকেট শিকার করে ম্যান অব দা ম্যাচ তিনিই। ৬ ওভারের প্রথম স্পেলের পর হেইজেলউডকে আর বোলিংয়েই আনার প্রয়োজন হয়নি ক্যারির। তাদের বোলিংয়ের সামনে আড়াল হয়ে যায় প্রথম ইনিংসে হেইডেন ওয়ালশের নেয়া ৫ উইকেট। 

অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক হয় তিন জনের। দুই ব্যাটসম্যান জশ ফিলিপি, বেন ম্যাকডারমট ও পেসার ওয়েস অ্যাগার। টস জিতে ব্যাটিংয়ে নামা দলকে ভালো শুরু এনে দেন ফিলিপি ও ম্যাকডারমট। ৫১ রানের উদ্বোধনী জুটি গড়েন তারা।যদিও সাজঘরে ফিলিপিই ফেরেন আগে।

বাঁহাতি স্পিনার আকিল হোসেনকে অযথা জায়গা বানিয়ে কাট করতে গিয়ে বোল্ড হন তিনি ৪ চার ও ২ ছক্কায় ৩৯ রান করে। তিনে নামা মিচেল মার্শও আউট হন থিতু হয়ে। আকিল ফেরান চারে নামা মোইজেন হেনরিকেসকেও। ২৫ ওভারের বেশি উইকেটে কাটিয়ে ম্যাকডারমট আউট হন ৪৮ বলে ২৮ রান করে।

অস্ট্রেলিয়ার রান তখন ৪ উইকেটে ১১৪। ক্যারি ও অ্যাশটন টার্নারের জুটি সেখান থেকে টেনে নেয় দলকে। পঞ্চম উইকেটে ১০৪ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন দুজন। শেষদিকে যখন ঝড় তোলার পালা, তখন ৫ ওভারের মধ্যে অস্ট্রেলিয়া হারায় ৫ উইকেট। সবকটিই নেন ওয়ালশ। অস্ট্রেলিয়া পুঁজি পায় ৯ উইকেটে ২৫২ রানের। 

সংক্ষিপ্ত স্কোর :

অস্ট্রেলিয়া: ৪৯ ওভারে ২৫২/৯ (ফিলিপি ৩৯, ম্যাকডারমট ২৮, মার্শ ২০, হেনরিকেস ৭, কেয়ারি ৬৭, টার্নার ৪৯, ওয়েড ৩, স্টার্ক ৮, জ্যাম্পা ১২*, অ্যাগার ৯, হেইজেলউড ১*; কটরেল ৮-০-৪৫-০, হোল্ডার ৮-০-৪৯-০, আকিল ১০-১-৫০-২, জেসন ৩-০-২৫-০, জোসেফ ১০-০-৪০-২, ওয়ালশ ১০-০-৩৯-৫)।

ওয়েস্ট ইন্ডিজ: (লক্ষ্য ২৫৭) ২৬.২ ওভারে ১২৩ (লুইস ০, হেটমায়ার ১১, জেসন ২, ব্রাভো ২, পুরান ০, পোলার্ড ৫৬, হোল্ডার ০, জোসেফ ১৭, ওয়ালশ ২০, আকিল ০, কটরেল ৪*; স্টার্ক ৮-১-৪৫-১, হেইজেলউড ৬-১-১১-৩, জ্যাম্পা ৩.২-০-৩৯-১, অ্যাগার ৬-১-১৫-০, মার্শ ৩-০-৭-১)।