Connect with us

জিম্বাবুয়ে - বাংলাদেশ সিরিজ

বিশ্বকাপের কথা ভেবে নিজেকে ঝুঁকিমুক্ত রাখছেন তামিম


প্রকাশ

:


আপডেট

:

ছবি : সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শুরুর আগে থেকেই ইনজুরিতে ভুগছিলেন তামিম ইকবাল। যে কারণে স্বাগতিদের বিপক্ষে টেস্টে খেলা হয়নি তাঁর। প্রথম ওয়ানডেতেও বড় রান করতে পারেননি বাঁহাতি এই ওপেনার। তবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বেশ খানিকটা সাবলীল ছিলেন তামিম। ওয়ানডে সিরিজ খেললেও টি-টোয়েন্টিতে পাওয়া যাবে না তাঁকে।

ইনজুরি থেকে পুরোপুরি সেরে ওঠতেই মূলত টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না অভিজ্ঞ এই ব্যাটসম্যান। টেপ পেঁচিয়ে খেলে লম্বা সময়ের জন্য ছিটকে যেতে চান না তিনি। বিশ্বকাপের আগে ফিট হতে তাই বিশ্রামে থাকতে চান। যে কারণে অহেতুক ঝুঁকির দরকার দেখছেন না বাংলাদেশের এই ওয়ানডে অধিনায়ক।

চলতি বছরের এপ্রিল-মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে হাঁটুর ইনজুরিতে পড়েছিলেন তামিম। সেই ইনজুরি নিয়েই ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজ ও বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ খেলেছেন তিনি। যদিও ডিপিএলের গ্রুপ পর্ব শেষেই ছিটকে যেতে হয়েছিল তাঁকে।

মূলত হাঁটুর ব্যথা বেড়ে যাওয়ায় ডিপিএলের সুপার লিগে খেলা হয়নি তামিমের। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে টেপ পেঁচিয়ে খেললেও আপাতত ৮-১০ সপ্তাহের বিশ্রামের থাকবেন তিনি। টেপ পেঁচিয়ে খেলা চালিয়ে গিয়ে ৭-৮ মাসের জন্য ছিটকে যেতে চান না বাঁহাতি এই ওপেনার।

তামিম বলেন, ‘আমি হয়তো দেখাচ্ছিলাম না, কিন্তু আমার পায়ে প্রচুর টেপ লাগানো ছিল। এই চোট এমন যে, আমি হয়তো চালিয়ে যেতে পারব কিন্তু এটা যদি একটু বেড়ে যায় তখন সাত-আট মাস মাঠের বাইরে থাকতে হতে পারে।’

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক আরও বলেন, ‘আমার মনে হয় না, ওই ঝুঁকিটা আমার নেওয়ার দরকার আছে। আমি ৮ থেকে ১০ সপ্তাহ যদি পুনর্বাসনের কাজ করি, বিশ্বকাপের জন্য আমি পুরোপুরি প্রস্তুত হয়ে যাব।’ 

সর্বশেষ

১৯ সেপ্টেম্বর, রবিবার, ২০২১

কালই পাকিস্তান যাচ্ছি, আমার সঙ্গে কে যাবে: গেইল

১৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২১

চট্টগ্রামে বৃষ্টি বাধায় খেলা হলো ৫.৪ ওভার

১৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২১

সুপার ক্লাসিকো দিয়ে মাঠে ফিরছে আইপিএল

১৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২১

বেঙ্গালুরুতে ভিন্ন মাত্রা যোগ করবেন চামিরা-হাসারাঙ্গা

১৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২১

নিউজিল্যান্ডের কাণ্ডে আইসিসির হস্তক্ষেপ চান ইনজামাম

১৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২১

অনিশ্চয়তায় অস্ট্রেলিয়ার পাকিস্তান সফর

১৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২১

পাডিকাল শেষ মুহূর্তে বিশ্বকাপে ডাক পেতে পারেন : শেবাগ

১৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২১

বিশ্বকাপের আগে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের প্রস্তুতি ম্যাচ

১৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২১

ভারতের কোচ হওয়ার প্রস্তাবে জয়াবর্ধনের ‘না’

১৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২১

পুনরায় ভারতের কোচ হতে আগ্রহী নন শাস্ত্রী

আর্কাইভ

বিজ্ঞাপন