জিম্বাবুয়ে - বাংলাদেশ সিরিজ

মিঠুনকে একাদশে নেয়ার কারণ জানালেন তামিম

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 05:55 বুধবার, 21 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। তবে পুরো সিরিজ জুড়ে ব্যাট হাতে অনুজ্জ্বল মোহাম্মদ মিঠুন। প্রথম দুই ম্যাচে দ্রুত ফেরার পর তৃতীয় ওয়ানডেতে থিতু হলেও শেষ পর্যন্ত অস্বস্তিতে ভুগতে হয়েছে। তবে মিঠুনের ওপর থেকে এখনই জায়গা হারাচ্ছেন না তামিম ইকবাল।

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে খানিকটা ভালো শুরু করছিলেন মিঠুন। যদিও ১৯ রান করার পরই সাজঘরে ফিরতে হয় ডানহাতি ব্যাটসম্যানকে। দ্বিতীয় ম্যাচে অবশ্য দ্রুতই প্যাভিলিয়নে ফিরে দলকে আরও বিপর্যয়ের মুখে ফেলে যান তিনি। যেখানে তিনি করেছিলেন মোটে ২ রান।

তৃতীয় ও শেষ ওয়ানডেতে শুরু থেকেই অস্বস্তিতে ভুগছিলেন মিঠুন। পুরো ম্যাচ জুড়ে অস্বস্তি নিয়ে ব্যাট করা ডানহাতি এই ব্যাটসম্যান ফেরেন ৫৭ বলে মাত্র ৩০ রান করে। এর আগে ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজের এক ম্যাচে সুযোগ পেলেও ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। ব্যাট হাতে ব্যর্থ হলেও এখনই মিঠুনের ওপর থেকে আস্থা হারাতে চান না তামিম।

মিঠুনকে একাদশে নেয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে নিউজিল্যান্ডের দারুণ এক ইনিংসের উদাহরণ দিয়েছেন বাংলাদেশের এই ওয়ানডে অধিনায়ক। বাংলাদেশের প্রায় জিততে যাওয়ার ম্যাচে অপরাজিত ৭৩ রানের ইনিংস খেলে দলকে লড়াকু পুঁজি এনে দিয়েছিলেন। আপাতত সবাইকে সুযোগ দেয়ার পক্ষে তিনি।

এ প্রসঙ্গে তামিম বলেন, ‘আমার কাছে মনে হয়, সবাইকেই সুযোগ দেওয়া উচিত। মিঠুন শেষ দুই-তিনটা ম্যাচে হয়তো খুব একটা ভালো করতে পারেনি। কিন্তু আপনি যদি নিউ জিল্যান্ডের কথা মনে করেন, সেখানে যে ম্যাচটা আমাদের জেতা উচিত ছিল, সেটায় ওর সবচেয়ে বড় অবদান ছিল।’

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক আরও বলেন, ‘পাঁচ ও ছয় নম্বরে আমরা এখনও হয়তো মন মতো কাউকে পাইনি, কিন্তু আমরা সবাইকে সুযোগ দিচ্ছি। আজ (নুরুল হাসান) সোহানের ইনিংসটা চমৎকার ছিল। দুই-তিন জন আছে যারা একটি জায়গার জন্য লড়াই করছে।’