বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ

ভবিষ্যতের জন্য মাহমুদউল্লাহর দলকে তামিমের শুভকামনা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 22:15 মঙ্গলবার, 20 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেললেও টি-টোয়েন্টি সিরিজে থাকছেন না তামিম ইকবাল। হাঁটুর চোটে ভোগা ওয়ানডে অধিনায়ককে একমাত্র টেস্টেও পায়নি বাংলাদেশ। তবে শুধু জিবাবুয়ের বিপক্ষে নয়, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরজেও তার সার্ভিস পাবে না লাল-সবুজের দলটি।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে চলাকালীনই তামিমের আসন্ন সিরিজগুলোতে না থাকার খবরটি গণমাধ্যমে চলে আসে। এরপর ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ওয়ানডে দলপতি নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

তামিম জানিয়েছেন, ৮ থেকে ১০ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে। হয়তো ইংল্যান্ড সিরিজের আগে ফিট হলে ফিরতে পারেন। তবে না থাকলেও আসন্ন সিরিজগুলোর জন্য দলকে শুভকামনা জানিয়েছেন তিনি।

তামিম বলেন, 'দুর্ভাগ্যবসত চোটের কারণে আমি টি-টোয়েন্টি সিরিজে থাকছি না। আমাকে ৮-১০ সপ্তাহের রিহ্যাব করতে হবে। আমি টি-টোয়েন্টি দলকে শুভকামনা জানাচ্ছি। আমাদের অনেক প্রতিভাবান ক্রিকেটার আছে, আশা করছি দল ভালো করবে।'

প্রথম দুই ওয়ানডেতে রান না পেলেও শেষটিতে সেঞ্চুরি হাঁকিয়েছেন তামিম। তার ৯৭ বলে ১১২ রানের ইনিংসের সুবাদে ৫ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। পাশাপাশি স্বাগতিকদের হোয়াইটওয়াশের লজ্জায় ডুবিয়েছে সফরকারীরা।

নিজের ইনিংস সম্পর্কে তামিম বলেন, 'হ্যাঁ দলের জন্য অবদান রাখতে পেরে অবশ্যই ভালো লাগছে। উইকেটটা খুব ভালো ছিল, ওরা দারুণ ব্যাট করেছে তারপরও ওরা ২৫-৩০ রান বেশি করতে পারত। কিন্তু আমাদের বোলাররা শেষের ৩ ওভার খুব ভালো বল করেছে।'