ক্রিকেট অষ্ট্রেলিয়া

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চান ল্যাবুশেন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:04 মঙ্গলবার, 20 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার ইচ্ছার কথা প্রকাশ করেছেন মার্নাস ল্যাবুশেন। ইতোমধ্যে টেস্ট ক্রিকেটে দেশটির অন্যতম অপরিহার্য ব্যাটসম্যান হিসেবে নিজেকে গড়ে তুলেছেন তিনি। ওয়ানডে ক্রিকেটেও নিজের সামর্থ্যের জানান দিয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান।

যদিও এখনো তার টি-টোয়েন্টি ক্রিকেটে অষ্ট্রেলিয়ার হয়ে অভিষেক ঘটেনি। তবে গত কয়েক আসর থেকেই বিগ ব্যাশে দারুণ পারফরম্যান্স করেছেন ল্যাবুশেন। সম্প্রতি টি-টোয়েন্টি ব্লাস্ট ২০২১ এও অসাধারণ পারফরম্যান্স করেছেন এই ডানহাতি ব্যাটসম্যান।

যেখানে ল্যাবুশেন মাত্র ৮টি ম্যাচ খেলেছেন। সেই ৮ ম্যাচে ৫০ গড়ে তিনি করেছেন মোট ৩৯০ রান। স্ট্রাইক রেটও চমকপ্রদ তার, ১৪০ এর ওপরে। বল হাতেও দলের জয়ে অবদান রেখেছেন ল্যাবুশেন। লেগ স্পিন দিয়ে শিকার করেছেন ৯টি উইকেট।

দল যখন ওয়েস্ট ইন্ডজির বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ করে ওয়ানডে সিরিজ খেলতে নামবে। ঠিক সে সময়ই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার জন্য নিজের ইচ্ছার কথা জানান ল্যাবুশেন। একই সঙ্গে তিন ফরম্যাটেই দলের অপরিহার্য হয়ে উঠতে চান।

ল্যাবুশেন বলেন, 'আমি সেখানে (টি-টোয়েন্টি বিশ্বকাপ) থাকতে চাই, আমি তিন ফরম্যাটেই অস্ট্রেলিয়ার হয়ে খেলতে চাই। তবে এই ফরম্যাটে আক্ষরিক অর্থেই আর কিছু করার নেই। আমি যে কিছু করতে পারি তা আমি দেখিয়েছি এবং একই সঙ্গে কিছু জিনিস যা আমার উন্নতি করা দরকার।'

তিনি আরো বলেন, 'আমাকে দলে নেয়া নির্বাচকদের ব্যাপার। এটা আমার হাতে নেই। গ্ল্যামারগনে ফিরে এসে আমার টি-টোয়েন্টিতে আরো উন্নতি হয়েছে। কীভাবে তিন বা চার নম্বরে ব্যাটিং করতে হবে তা শিখতে আমার মনোনিবেশ করেছিল।'