বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

বাংলাদেশের বিপক্ষে সিরিজে অনিশ্চিত ফিঞ্চ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:07 মঙ্গলবার, 20 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

এ মাসের শেষের দিকে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া। তার আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজ খেলছে অজিরা। ক্যারিবীয়দের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি খেলার সময় হাঁটুতে চোট পেয়েছেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ফলে টাইগারদের বিপক্ষে তার খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।

সেই চোট ইতোমধ্যে তাকে ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে ফেলেছে। ইতোমধ্যে অস্ট্রেলিয়া ফিঞ্চের অনুপস্থিতে অ্যালেক্স ক্যারিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে।

ক্যারি এর আগেও অস্ট্রেলিয়া দলের যুগ্ম সহ অধিনায়ক ছিলেন। এরপর অবশ্য তাকে বাদ দিয়ে প্যাট কামিন্সকে সহ অধিনায়ক করা হয়। কিন্তু কামিন্স এই সিরিজে না থাকায় ক্যারির কাঁধেই অধিনায়কত্ব তুলে দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া।

অধিনায়কত্ব পেয়ে কৃতজ্ঞ ক্যারি বলেন, 'অ্যারন সুস্থ হয়ে ওঠার আগ পর্যন্ত দলের নেতৃত্ব দিতে পেরে আমি গভীরভাবে সম্মানিত। অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব করা খেলাধুলার অন্যতম বৃহত সুযোগস্বরূপ এবং এ ধরণের সম্মান পেয়ে আমি অত্যন্ত কৃতজ্ঞ।'

তিনি আরো বলেন, 'ফিঞ্চি হলেন আমাদের অধিনায়ক এবং সে পুরোপুরি ফিট হয়ে গেলে আমরা তাকে আবার ভালোমনে স্বাগত জানাব। সুতরাং আপাতত আমি আশাবাদী যে আমি তার মতোই অধিনায়কের ভূমিকাটি পূরণ করতে পারব।'

একই সঙ্গে যতদিন সুযোগ পাবেন ততদিন অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়ে যাবেন বলেও নিজের ইচ্ছার প্রকাশ করেছেন ক্যারি। এ ছাড়াও অধিনায়কের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতেও প্রস্তুত রয়েছেন বলে জানান তিনি।

এ প্রসঙ্গে ক্যারি বলেন, 'ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই দলকে নেতৃত্ব দেওয়া একটি দুর্দান্ত চ্যালেঞ্জ এবং আমি যতদিন সুযোগ পাব ততক্ষণ আমি সেই চ্যালেঞ্জকে মোকাবেলা করতে প্রস্তুত রয়েছি।'