জিম্বাবুয়ে-বাংলাদেশ সিরিজ

ব্যাটিং সামর্থ্য কিছুটা হলেও দেখাতে পেরেছি: সাইফউদ্দিন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:22 সোমবার, 19 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

অলরাউন্ডার হিসেবেই জাতীয় দলে খেলে থাকেন মোহাম্মদ সাইফউদ্দিন। কিন্তু ব্যাটসম্যান সাইফউদ্দিনের থেকেও বোলার সাইফউদ্দিনকে প্রায়ই দলের জয়ে অবদান রাখতে দেখা যায়। আসলে ব্যাট করে দলের জয়ে অবদানের ক্ষেত্রে সুযোগ হয়ে ওঠেনা তার। দলের যে পজিশনে ব্যাট করে থাকেন ম্যাচ পরিস্থিতি অনুযায়ী অনেক সময়ই ব্যাট করারই সুযোগ পাননা।

এখন পর্যন্ত তার খেলা ২৮ ম্যাচের ৯টিতেই ব্যাট করার সুযোগ পাননি এই অলরাউন্ডার। বাকি ১৯ ম্যাচের ৯টিতে ছিলেন অপরাজিত। আর বাকি ১০ ম্যাচে আউট হয়েছেন। তার মধ্যে একটিতে ৫০, একটিতে ৪৪ এবং আর একটিতে ৪০ রানে আউট হয়েছিলেন। বোঝাই যাচ্ছে সামর্থ্য থাকলেও সুযোগের অভাবে নিজের ব্যাটিং প্রতিভার প্রদর্শন করতে পারেননি।

যদিও জিম্বাবুয়ের বিপক্ষে দল ব্যাটিং বিপর্যয়ে পরায় সুযোগ আসে তার। এবার সাকিব আল হাসনকে সঙ্গ দিয়ে নিজে ২৮ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে তবেই মাঠ ছেড়েছেন। ম্যাচ শেষে সাইফউদ্দিন তাই জানালেন, ব্যাটিং সামর্থ্য যে তার আছে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে তার কিছুটা হলেও দেখাতে পেরেছেন।

তিনি বলেন, 'সুযোগ সবসময় আসে না। যেহেতু আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রমাণ করতে পারিনি, সেই চেষ্টা ছিল। অবশ্যই চাইব না সবাই আউট হয়ে যাক আর আমার সুযোগ আসুক। তবে কাল নিজের সামর্থ্য কিছুটা হলেও দেখাতে পেরেছি। দল আমার ছোট্ট অবদানে জিতেছে, এতেই আমি সবচেয়ে বেশি আনন্দিত।'

২৪১ রানের লক্ষে ব্যাট করতে নেমে ১৭৩ রানের মধ্যেই ৭ উইকেট হারায় বাংলাদেশ। ১১ ওভার দলের জয় পেতে তখন প্রয়োজন ৬৮ রান। একপ্রান্তে সাকিব অবিচল থাকলেও বাকিরা ছিলেন আসা যাওয়ার মিছিলে। দলের কঠিন সময়েও ৮ম উইকেট জুটিতে সাকিবকে দারুণ সঙ্গ দেন সাইফউদ্দিন। পরে জানালেন এর থেকেও চাপের মুহুর্তে ব্যাট করার অভিজ্ঞতা রয়েছে তার।

সাইউদ্দিন বলেন, 'আমি ব্যাটসম্যান হিসেবেই ক্যারিয়ার শুরু করি। এর চেয়েও অনেক চাপের মুখে ব্যাট করেছি। ফেনীর হয়ে বয়সভিত্তিকে খেলার সময় দেখা যেত ৪০ রানের মধ্যে ৫-৬ উইকেট পড়ে যেত, এরপর এক প্রান্ত থেকে এক এক করে খেলে ২০০ রান করতাম। চট্টগ্রাম বিভাগের হয়ে বয়সভিত্তিকে খেলার সময় চাপের মুহূর্ত সামলেছি।'