পাকিস্তান-ইংল্যান্ড

বাবরকে তিন ফরম্যাটে অধিনায়ক করার সিদ্ধান্ত ভুল: ইন্তেখাব

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:46 সোমবার, 19 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইংল্যান্ডের কাছে ওয়ানডে সিরিজের হোয়াইটওয়াশের পর সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জিতে ছন্দে ছিরেছিল পাকিস্তান। কিন্তু দ্বিতীয় ম্যাচে আবারও পরাজয়েরর স্বাদ পেয়েছে সফরকারীরা। এমন অবস্থায় দেশটির সাবেক ক্রিকেটার ইন্তেখাব আলম মনে করছেন, বাবরকে টি-টোয়েন্টি ফরম্যাটে নেতৃত্ব দিয়ে ভুল করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

এই মন্তব্য করার পেছনে ইন্তেখাব কারণ হিসেবে ব্যাখা করছেন, ৩ ফরম্যাটের নেতৃত্বের চাপ সামলাতে পারছে না বাবর। তাই আপাতত টেস্ট এবং ওয়ানডেতেই পাকিস্তানের এই ক্রিকেটারকে অধিনায়ক রাখা হোক বলে মনে করছেন তিনি।

টি-টোয়েন্টি ফরম্যাটে দেশকে এখন পর্যন্ত ২৩ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন বাবর। যার মধ্যে ১৪টিতেই জয়ের মুখ দেখেছে তার দল। মাত্র ৭টি হারের স্বাদ পাওয়া বাবর ম্যাচ জিতেছেন প্রায় ৬৭ শতাংশ। সবার ওপরে আছেন সরফরাজ আহমেদ। ৩৭ ম্যাচে ২৯টি জয়। 

বাবরকে নেতৃত্ব থেকে সরিয়ে দেয়ার প্রসঙ্গে ইন্তেখাব বলেন, বাবরকে যখন ৩ ফরম্যাটের দায়িত্ব দেয়া হয়, তখনই মনে হয়েছিল সিদ্ধান্তটা ভুল। তার ওপর অনেক চাপ পড়বে। যদিও সে এটা অস্বীকার করবে।

আমাদের উচিৎ ছিল ওকে শুধু টেস্ট এবং ওয়ানডেতে অধিনায়ক করা। টি-টোয়েন্টিতে অন্য কাওকে দায়িত্ব দিলে সে একটু নির্ভার থাকতো, দলও আরও ভালো করতে পারত।

এদিকে ইংল্যান্ডে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের পর কোচ মিসবাহ উল হক এবং বোলিং কোচ ওয়াকার ইউনিসকে নিয়েও মুখ খুলেছেন ইন্তেখাব। তাদের কাজে অসন্তোষ প্রকাশ করেন সাবেক এই ক্রিকেটার।

ইন্তেখাব আরও বলেন, 'কোচিং স্টাফদের পারফরম্যান্স তো তেমন চোখে পড়ার মতো না। সম্প্রতি সময়ে তারা কি আহামরি করেছে? ইংল্যান্ডে ওয়ানডে সিরিজ হেরে দলকে উল্টো চাপে ফেলেছে। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে, আশা করছি তার আগে সব ঠিক হবে। পারফরম্যান্স এখন থেকে ভালো না হলে সেখানেও ভালো করা সম্ভব না।'