জিম্বাবুয়ে - বাংলাদেশ সিরিজ

সাকিব-সাইফউদ্দিনে মুগ্ধ হলেও ব্যাটিং ইউনিট নিয়ে খুশি নন তামিম

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:58 সোমবার, 19 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও সাকিব আল হাসানের অপরাজিত ৯৬ রানের ইনিংসের ওপর ভর করে ৩ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। শেষদিকে সাকিবকে দারুণভাবে সঙ্গ দিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। তাঁদের দুজনের ৬৯ রানের জুটির সুবাদেই মূলত সিরিজ জিতেছে সফরকারীরা।

তাঁদের দুজনের ব্যাটিংয়ের ভূয়সী প্রশংসা করেছেন তামিম ইকবাল। তবে দলের ব্যাটিং ইউনিট নিয়ে মোটেও খুশি হতে পারেননি বাংলাদেশের এই ওয়ানডে অধিনায়ক। সিরিজের দ্বিতীয় ম্যাচে সফট ডিসমিসাল বেশি হয়েছে বলে জানিয়েছেন বাঁহাতি এই ওপেনার।

ওপেনিং তামিম ও লিটন সাবধানী শুরু করলেও ৭৫ রানে ৪ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে পঞ্চার্শো রানের জুটি গড়ে দলকে সামলে তোলেন সাকিব। এরপর সাইফউদ্দিনের সঙ্গে জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন।

এদিন আলগা শটে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মোহাম্মদ মিঠুন। বিপর্যয়ের সময় তুলে মারতে গিয়ে টাইমিং করতে না পারায় আউট হয়েছেন মেহেদি হাসান মিরাজ। শেষ দিকে প্রয়োজন না থাকলেও উইকেট থেকে বেড়িয়ে এসেছে স্টাম্পিং হয়েছেন আফিফ হোসেন। যে কারণে ব্যাটিং ইউনিট নিয়ে স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারেননি তামিম।

ম্যাচ শেষে এ প্রসঙ্গে তামিম বলেন, ‘আমাদের অবশ্যই কিছু পরিকল্পনা ছিল। তবে ব্যাটিং ইউনিট হিসেবে আমরা আরও ভালো করতে পারতাম। আমার মনে হয়, সফট ডিসমিসাল আজকে একটু বেশিই হয়েছে। পরে সাকিব ও সাইফ উদ্দিন যেভাবে ব্যাট করেছে, তা দেখাটা দারুণ ছিল।’

ব্যাটিং ইউনিট নিয়ে খুশি হতে না পারলেও বোলারদের প্রশংসা করেছেন তামিম। জিম্বাবুয়েকে ২৪০ রানে আটকে দিয়ে বোলাররা তাঁদের কাজটা দারুণভাবে করেছেন বলে জানান বাংলাদেশের এই ওয়ানডে অধিনায়ক। তিনি বলেন, ‘বোলারদের কল্যাণে ওদেরকে ২৪০ রানে আটকে রাখা ভালো ছিল।’