আফগানিস্তান ক্রিকেট

৫ বছরে মাত্র ২৫ দিন বাসায় ছিলেন রশিদ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:19 সোমবার, 19 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বর্তমানে সময় আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টও মাতিয়ে বেড়াচ্ছেন রশিদ খান। অন্যান্য দলগুলোর তুলনায় প্রতি বছর আফগানিস্তানের খুব বেশি ম্যাচ থাকায়বেশিরভাগ সময়ই মেতে থাকেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নিয়ে। যে কারণে বছরের বেশিরভাগ সময়ই দেশের বাইরে থাকতে হয় সময়ের অন্যতম সেরা এই লেগস্পিনারকে।

অধিকাংশ সময়ই দেশের বাইরে থাকায় অর্জনগুলো পরিবারের সঙ্গে উদযাপনের সুযোগ না পাওয়ার আক্ষেপ করেছেন রশিদ। সেই সঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে আফগানিস্তানের এই লেগ স্পিনার জানিয়েছেন, গেল ৫ বছরে মাত্র ২৫ দিন বাসায় ছিলেন। অর্থাৎ বছরে মাত্র ৫ দিন বাড়িতে থাকার সুযোগ হয়েছে তাঁর।

মাত্র ১৭ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় রশিদের। তাতে আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় পাঁচ বছর কাটিয়ে দিয়েছেন তিনি। পাঁচ বছরে সবধরনের ক্রিকেট মিলে ২৬২ ম্যাচ খেলেছেন তিনি। এই সময়ের মধ্যে নিজেকে টি-টোয়েন্টির সেরা বোলার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন এই আফগান বোলার। আন্তর্জাতিক ক্রিকেট খেলার সঙ্গে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টও খেলেছেন।

যেখানে আইপিএল, বিগ ব্যাশ, পিএসএল, সিপিএল ও বিপিএলের মতো জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলো মাতিয়েছেন। শুধু অংশগ্রহণই করেননি দাপটের সঙ্গে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বিশ্বের অন্যতম সেরা লেগ স্পিনার হিসেবে। ক্যারিয়ারে পাঁচ বছর কাটিয়ে দেয়ার পর পরিবারের সঙ্গে যথেষ্ট সময় কাটাতে না পারার আক্ষেপ করেছেন তিনি।

এ প্রসঙ্গে রশিদ বলেন, ‘সর্বশেষ পাঁচ বছরে আমি মাত্র ২৫ দিন বাড়িতে কাটিয়েছি। আমি আমার পরিবারের সঙ্গে অর্জনগুলো উদযাপন করতে পারার সুযোগ পাইনি। কারণ আমি খুবই ব্যস্ত ছিলাম।’

তিনি আরও বলেন, ‘আমি আমার অর্জনগুলো ভুলে গিয়েছি এবং এগুলো আমাকে মাঝে মাঝে কষ্ট দিয়েছে। আমি আমার পরিবারের সঙ্গে যথেষ্ট সময় পাইনি। একই সঙ্গে আমার ক্যারিয়ারের শুরুতে আমাকে লড়াই করতে হয়েছে।’