শ্রীলঙ্কা - ভারত সিরিজ

ধাওয়ান-কিশানদের কাছে পাত্তাই পেলো না শ্রীলঙ্কা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:43 সোমবার, 19 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

অধিনায়ক হিসেবে প্রথমবারের মতো ভারতের দায়িত্বে শিখর ধাওয়ান। আড়াইশর একটু বেশি লক্ষ্য তাড়া করতে নেমে নিজের অধিনায়কত্বের প্রথম ম্যাচেই ব্যাট হাতে জ্বলে ওঠলেন তিনি। সেই সঙ্গে পৃথ্বী শ ও ইশান কিশানের মারমুখী ব্যাটিংয়ে ৭ উইকেটের বড় জয়ে সিরিজ শুরু করলো ভারত। সেঞ্চুরি না পেলেও অপরাজিত ৮৬ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে জেতান ধাওয়ান।

বিরাট কোহলি, রোহিত শর্মা ও জসপ্রিত বুমরাহরা না থাকায় খানিকটা দ্বিতীয় সারির দল নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নামে ভারত। সিরিজের প্রথম ওয়ানডেতে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে জয়ের জন্য ২৬৩ রানের লক্ষ্যে খেলতে নেমে দলকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার পৃথ্বী ও ধাওয়ান।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা জুটিরই প্রতিচ্ছবি ভেসে উঠলো তাঁদের দুজনের জুটিতে। যেখানে শুরু থেকেই টি-টোয়েন্টি মেজাজে ব্যাটিং করতে থাকেন পৃথ্বী আর তাকে কেবলই সঙ্গ দিয়ে গিয়েছেন ধাওয়ান। শ্রীলঙ্কার বোলারদের ওপর বেশি চড়া হতে গিয়ে হাফ সেঞ্চুরি হাতছাড়া করেছেন পৃথ্বী।

অফ স্পিনার ধনাঞ্জয়া ডি সিলভার বলে তুলে মারতে গিয়ে লং-অনে দাঁড়িয়ে থাকা আভিস্কা ফার্নান্দোর হাতে ধরা পড়েন পৃথ্বী। ৯ চারে ২৪ বলে ৪৩ করে সাজঘরে ফিরলে ভাঙে তাঁদের দুজনের ৫৮ রানের উদ্বোধনী জুটি। তিনে নেমে নিজের অভিষেক ম্যাচে দারুণ শুরু করেন ইশান।

যার শুরুটা হয়েছিল নিজের অভিষেক ম্যাচের বলেই ছক্কা মেরে। ধনাঞ্জয়ার বলে ছক্কার মারার পরের বলে চার মারেন ইশান। এরপর দ্রুতগতিতেই হাফ সেঞ্চুরির দেখা পান এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। ভারতের একমাত্র ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টির পর ওয়ানডেতেও প্রথম ম্যাচে ফিফটি করলেন ইশান।

চলতি বছরের শুরুর দিকে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে নিজের অভিষেক ম্যাচেই হাফ সেঞ্চুরির দেখা পেয়েছিলেন তিনি। ৩৩ বলে হাফ সেঞ্চুরি পাওয়া বাঁহাতি এই ব্যাটসম্যান অবশ্য হাফ সেঞ্চুরির পর ইনিংস বড় করতে পারেননি। লাকশান সান্দাকানের বলে ভানুকার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ৮ চার ও দুই ছক্কায় ৪২ বলে ৫৯ রানের ইনিংস খেলা ইশান।

এরপর মনিষ পান্ডে থিতু হলেও ম্যাচ শেষ করে আসতে পারেননি। ধনাঞ্জয়ার বলে সান্দাকানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ৪০ বলে ২৬ রান করা মনিষ। এর মাঝে ৬১ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন ধাওয়ান। পাঁচে নামা সূর্যকুমার যাদবকে সঙ্গে নিয়ে দলকে ৩ উইকেটের জয় এনে দেন ধাওয়ান।

২০ বলে ৩১ রানে অপরাজিত ছিলেন সূর্যকুমার। এদিকে ছয়টি চার ও একটি ছক্কায় ৯৫ বলে ৮৬ রান করে অপরাজিত ছিলেন ধাওয়ান। শ্রীলঙ্কার হয়ে ধনাঞ্জয়া দুটি আর সান্দাকান একটি উইকেট নিয়েছেন। ২০ জুলাই সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে খেলতে নামবে এই দুদল।

এর আগে টসে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৬২ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। যেখানে স্বাগতিকদের হয়ে করুনারত্নে ৪৩, দাসুন শানাকা ৩৯ ও আসালঙ্কা করেছেন ৩৮ রান। ভারতের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন দীপক চাহার, যুবেন্দ্র চাহাল ও কুলদীপ যাদব।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ২৬২/৯ (ওভার ৫০) ( করুনারত্নে ৪৩, শানাকা ৩৯, আসালঙ্কা ৩৮, চাহার ২/৩৭, চাহাল ২/৫২, কুলদীপ ২/৪৮)

ভারত: ২৬৩/৩ (ওভার ৩৬.৪) (ধাওয়ান ৮৬*, ইশান ৫৯, পৃথ্বী ৪৩, সূর্যকুমার ৩১*, ধনাঞ্জয়া ২/৪৯)