টি-টোয়েন্টি বিশ্বকাপ

কোহলিদের বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে ক্লান্তি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:19 রবিবার, 18 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বিশ্বের শীর্ষ সব দলই এখন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে। ভারতও এই ব্যতিক্রম নয়। তাদের মূল দল এখন ইংল্যান্ডে। কদিন পরেই স্বাগতিকদের বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে তারা। আর তাদের আরেকটি শ্রীলঙ্কার বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলবে।

এই সিরিজের পরই ভারতীয় ক্রিকেটাররা ব্যস্ত সময় কাটাবেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বিতীয় ভাগে। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে আবারও মাঠে গড়াবে আইপিএল। এরপর ১৭ অক্টোবর থেকে আরব আমিরাত ও ওমানে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

একই ভেন্যুতে আইপিএল ও বিশ্বকাপ খেলায় বাড়তি সুবিধা পাবে ভারত। তবে এর মধ্যে অসুবিধাও দেখছেন ভারতের সাবেক ক্রিকেটার দ্বীপ দাসগুপ্তা। আইপিএলে একই দলের হয়ে খেলতে না পারায় সমস্যায় পড়তে পারেন ভারতীয় ক্রিকেটাররা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে দাসগুপ্তা বলেছেন, 'একই ভেন্যুতে খেলা একটা বড় সুবিধা। কিন্তু এর একটা অসুবিধাও আছে। কারণ আইপিএলে আপনি একটি দল হয়ে খেলতে পারবেন না। আপনাকে খেলতে হবে একে অপরের বিপক্ষে। দিন শেষে এটা দলীয় খেলা এবং দলগতভাবে আপনাকে পারফর্ম করতে হবে। আইপিএলের পর এটাই আপনার প্রথম এসাইনমেন্ট হবে।'

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল থেকেই টানা খেলার মধ্যে ভারত। ইংল্যান্ড ও শ্রীলঙ্কা সিরিজ শেষে আইপিএল এরপর বিশ্বকাপ। এর ফলে ক্লান্তি ভারতীয় ক্রিকেটারদের সমস্যার বড় কারণ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করেন দাসগুপ্তা।

তার ভাষ্য, 'আরেকটি জিনিস আমরা অবহেলা করতে পারি না। সেটা হলো ক্লান্তি। ভারতের দল এখন ইংল্যান্ডে। সেখান থেকে এসে কোনো বিরতি পাচ্ছে না। সেখান থেকে সরাসরি আইপিএলে খেলবে তারা। এরপর আইপিএল থেকে বিশ্বকাপ। তারা টানা খেলার মধ্যে থাকবে। তাই আপনি এটাকে অবহেলা করতে পারেন না।'