ইংল্যান্ড-পাকিস্তান সিরিজ

পাকিস্তান ঠিক পথে নেই: শোয়েব আখতার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:04 রবিবার, 18 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইংল্যান্ডের দ্বিতীয় সারির দলের কাছে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান। সেই দলই টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের উড়িয়ে দিয়েছে। বাবর আজমদের এমন পারফরম্যান্সে অবাক হননি শোয়েব আখতার।

সাবেক এই স্পিড স্টার মনে করেন, পাকিস্তান দল টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলেও আনন্দের কিছু দেখছেন না। কারণ দেশের ক্রিকেট ঠিক পথে নেই। এই দলটির দুর্বলতা ওয়ানডে ক্রিকেটে এমনটাই মনে করেন তিনি। সম্প্রতি ইউটিউবে এক ভিডিওতে এমন মন্তব্য করেছেন শোয়েব।

তিনি বলেন, 'পাকিস্তান যদি এই বছর বিশ্বকাপও জিতে, তাহলে কারও অবাক হওয়া উচিত নয়। তবে তারা বিশ্বকাপ জিতলেও কি বলা যাবে, তারা ঠিক পথে এগিয়ে যাচ্ছে? না, তারা সঠিক পথে নেই। টি-টোয়েন্টি আমাদের লক্ষ্য নয় এবং হওয়াও উচিত নয়।'

পাকিস্তানের ক্রিকেটারদের মনোভাব নিয়েও প্রশ্ন তুলেছেন সাবেক এই পেসার। তিনি মনে করেন দলটির সমস্যা হচ্ছে ৫০ ওভার খেলতে না পারা। বাবর-ফখর জামানদের টানা ৫০ ওভার প্রান্ত বদল করে খেলার মানসিকতা নেই বলেও মনে করেন তিনি।

শোয়েব বলেছেন, 'টি-টোয়েন্টিতে পাকিস্তান আলাদা এমন কী করছে, যে তারা এতো ভালো পারফর্ম করল! পার্থক্য কেবল তাদের মনোভাবে। পাকিস্তানের সমস্যা হচ্ছে, তারা ৫০ ওভার খেলতে পারে না। তাদের প্রতিভা আছে, কিন্তু তারা ৫০ ওভার খেলতে পারে না। তারা প্রান্ত বদল করে খেলতে পারে না।'

টি-টোয়েন্টিতে পাকিস্তানের বর্তমান দলটি বেশ শক্তিশালী। ইয়ন মরগানের দল পাকিস্তানকে অবমূল্যায়ন করেছে বলে ধারণা করছেন শোয়েব। এই দলটিকে টি-টোয়েন্টিতে বিশ্বের অন্যতম সেরা দলও মনে করছেন এই সাবেক ক্রিকেটার।

তার ভাষ্য, 'টি-টোয়েন্টি ক্রিকেটের বেলায় ইংল্যান্ডকে অবশ্যই বুঝতে হবে, পাকিস্তান দুর্দান্ত এক টি-টোয়েন্টি দল। পাকিস্তানের চেয়ে কেউ ভালো নয়, ভারত বা আফগানিস্তান কেউ নয়। ইংল্যান্ড দল পাকিস্তান দলকে অবমূল্যায়ন করছে। সম্ভবত তারা বুঝতে পারেনি যে, পাকিস্তানের টি-টোয়েন্টি দল বিশ্বের সেরা দলগুলোর একটি।'