শ্রীলঙ্কা-ভারত সিরিজ

শানাকার কাছে ভারত-শ্রীলঙ্কা সমানে সমান

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:28 রবিবার, 18 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ভারতের মূল দল এখন ইংল্যান্ডে। কদিন পরেই ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবে বিরাট কোহলির দল। শিখর ধাওয়ানের নেতৃত্বে ভারতের আরেকটি দল শ্রীলঙ্কা সফর করছে।

রবিবার স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামছে ভারত। অনেক ক্রিকেট বিশেষজ্ঞই ভারতের মূল দলের চেয়ে দ্বিতীয় সারির ভারতীয় দলটিকেই শক্তিশালী বলে মন্তব্য করেছেন।

যদিও সিরিজ শুরুর আগেরদিন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা জানিয়েছেন, এই সিরিজে ভারত-শ্রীলঙ্কা সমানে সমান। মূলত ভারতের দলে থাকা একঝাঁক তরুণ ক্রিকেটার থাকায় নিজেদের সমান মানছেন তিনি।

শানাকা বলেছেন, 'দুটো দলই সমান অবস্থায় থেকে সিরিজে খেলতে নামবে। কারণ ভারতীয় দলেও নতুন ক্রিকেটাররা আছে। তারা আইপিএলে খেলেছে। তবে আন্তর্জাতিক ক্রিকেটে কখনো খেলেনি। তাই মনে হয় দুটো দলেরই সিরিজ জেতার সুযোগ রয়েছে।'

চোটের কারণে শ্রীলঙ্কা দলে নেই কুশল পেরেরা। এর ফলে শ্রীলঙ্কা দলের নেতৃত্ব দেয়া হয়েছে শানাকাকে। এর মধ্যে দিয়ে গত ৪ বছরের মধ্যে দশম অধিনায়কের নেতৃত্বে খেলতে নামবে শ্রীলঙ্কা। অনেক ক্রিকেটারই আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা না থাকার কারণে ভারত অপ্রস্তুত থাকবে বলেও মন্তব্য করেছেন শানাকা।

তার ভাষ্য, 'আন্তর্জাতিক ক্রিকেটে তারা সেভাবে আমাদের ক্রিকেটারদের দেখেনি। তাই নতুনদের বিপক্ষে তারা কিছুটা অপ্রস্তুতই থাকবে। আন্তর্জাতিক ক্রিকেট বরাবরই চাপের। শুধু মাঠই নয়, মাঠের বাইরের ব্যাপার স্যাপারও সামলাতে হয়।'