শ্রীলঙ্কা - ভারত সিরিজ

ওয়ানডে ও টি-টোয়েন্টিকে বাড়তি অগ্রাধিকার দিচ্ছেন না ভুবেনশ্বর

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:55 শনিবার, 17 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

সংক্ষিপ্ত ফরম্যাটের ভারতের জাতীয় দলের নিয়মিত সদস্য হলেও টেস্ট দলে খানিকটা বাত্য ভুবেনশ্বর কুমার। ২০১৮ সালের পর ভারতের জার্সিতে সাদা পোশাকে খেলতে দেখা যায়নি ডানহাতি এই পেসারকে। মাঝের দিকে গুঞ্জন ওঠেছিল সংক্ষিপ্ত ফরম্যাটে মনোযোগ দিতে টেস্ট খেলতে চান না ভুবেনশ্বর।

যদিও কিছুদিন আগে সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন অভিজ্ঞ এই পেসার। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগেও জানিয়েছেন, তিন ফরম্যাটেই খেলতে প্রস্তুত তিনি। যেখানে তাঁর কাছে সাদা বা লাল বলের কোন ফরম্যাটের বাড়তে অগ্রাধিকার নেই। স্কোয়াডে ডাক পেলে যেকোন ফরম্যাটেই খেলতে চান এই পেসার।

এ প্রসঙ্গে ভুবেনশ্বর বলেন, ‘সত্যি বলতে সাদা বল কিংবা লাল বল আমার কাছে আলাদা কোন অগ্রাধিকার নেই। আমি যদি লাল বলের জন্য নির্বাচিত হই তাহলে অবশ্যই আমি অবদান রাখার চেষ্টা করব। কিন্তু আমি সাদা বলের ক্রিকেট কিংবা লাল বলের ক্রিকেটের আলাদা কোন অগ্রাধিকার নেই।’

তিনি আরও বলেন, ‘আমি স্বাভাবিকভাবেই আমার কাজটা করছি এবং নিজেকে সব ফরম্যাটের জন্য প্রস্তুত রাখছি। আমি যে কোন ফরম্যাটেই সুযোগ পাই না কেন আমি অবদান রাখার চেষ্টা করব। আমি ১৮-২০ মাস এগিয়ে যেতে চাই না বা ভাবতে চাই না। কিন্তু অবশ্যই সব ফরম্যাটের জন্য নিজেকে প্রস্তুত রাখবো।’

আগামী অক্টোবর-নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। বিশ্বকাপের আগে মাত্র তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে ভারত। বিশ্বকাপ খেলতে নামার আগে নিজেদের সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজ জিততে চান ভুবেনশ্বর।

তিনি বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ সন্নিকটে। আমরা টি-টোয়েন্টি ম্যাচে ভালো করতে চাই। আমরা মাত্র তিনটি ম্যাচ পেয়েছি। ব্যাপারটা হলো এর মাঝে আপনি কিভাবে আপনার দক্ষতা প্রয়োগ করেন। অনেক সময় আপনি দক্ষতা প্রয়োগ করলেন কিন্তু উইকেট পেলেন না। কিন্তু দল হিসেবে আমরা জিততে চাই এবং বলতে চাই বিশ্বকাপের আগে আমরা আন্তর্জাতিক সিরিজ জিতেছি।’