ক্রিকেট পাকিস্তান

ওয়ানডেতে নেতৃত্ব হারাতে পারেন বাবর!

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:23 শনিবার, 17 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

টি-টোয়েন্টি ও টেস্টে সাফল্য পেলেও ৫০ ওভারের ক্রিকেটে পাকিস্তানকে প্রত্যাশানুযায়ী ফল এনে দিতে পারছেন না বাবর আজম। নিজে পারফর্ম করলেও দলকে সাফল্য এনে দিতে খানিকটা ব্যর্থ পাকিস্তানের এই অধিনায়ক। ইংল্যান্ডের দ্বিতীয় সারির দলের বিপক্ষে হোয়াইটওয়াশ হওয়ায় প্রশ্ন ওঠছে তাঁর অধিনায়কত্ব নিয়ে।

ইংলিশদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও ওয়েস্ট ইন্ডিজ সফরে ব্যর্থ হলেও যে কোন এক ফরম্যাটে অধিনায়কত্ব হারাতে হতে পারে বাবরকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন রশিদ লতিফ। ৫২ বছর বয়সি সাবেক এই উইকেটরক্ষক ব্যাটসম্যান মনে করেন, ব্যর্থ হলে ওয়ানডে থেকে অধিনায়কত্ব হারাতে পারেন তিনি।

এ প্রসঙ্গে রশিদ বলেন, ‘দলের সমর্থন থাকলেও এই সিরিজের পারফরম্যান্স তার পক্ষে নেই। তারা আগের কয়েকটি সিরিজ জিতেছে। এখানে (ইংল্যান্ড) তারা বাজে পারফরম্যান্স দেখিয়েছে তবুও আমরা বাবরকে ছাড় দেবো। এই টি-টোয়েন্টি সিরিজ এবং আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফর বাবরের অধিনায়কত্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

তিনি আরও বলেন, ‘আমি মনে করি এটি যদি তার বিপক্ষে যায় তাহলে বাবরকে নিজের পারফরম্যান্স ধরে রাখতে ওয়েস্ট ইন্ডিজ সফরের পর অধিনায়কত্ব ছাড়তে হবে। আমার মনে হয় ওয়েস্ট ইন্ডিজ সফরে বাজেভাবে ব্যর্থ হলেও তাকে নিজে থেকেই সিদ্ধান্ত নিতে হতে পারে কিংবা তাকে সিদ্ধান্ত নিতে বলা হতে পারে।’

ওয়ানডের অধিনায়কত্বের সমস্যার সমাধান চান রশিদ। বাবর ওয়ানডের অধিনায়কত্ব ছাড়লে সেখানে হাসান আলিকে অধিনায়ক করার দাবি তুলেছেন তিনি। পাকিস্তানের জন্য আক্রমণাত্বক অধিনায়ক চান সাবেক এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

রশিদ বলেন, ‘সে (বাবর) টি-টোয়েন্টি ও টেস্টের অধিনায়ক হিসেবে ঠিক আছে। প্রধান সমস্যা হলো ওয়ানডে ফরম্যাটে। আমাদের সমস্যাটির সমাধান করা দরকার। আমি মনে করি ওয়ানডেতে তারা হাসান আলির মতো কাউকে চেষ্টা করতে পারে। ওয়ানডেতে কিছুটা আক্রমণাত্বক অধিনায়ক দরকার।’