ভারতের ক্রিকেট

দ্রাবিড়ই ভারতের আদর্শ কোচ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:09 শনিবার, 17 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

একই সঙ্গে দুটো দেশে দুটো ভিন্ন ধরণের সিরিজ খেলতে দুটো দল পাঠিয়েছে ভারত। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত দল এখন যুক্তরাজ্যে। আর শ্রীলঙ্কার বিপক্ষে সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজ খেলতে শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন একটি দল এখন লঙ্কা দ্বীপে অবস্থান করছে।

ভারতের প্রধান কোচ রবি শাস্ত্রী হলেও শ্রীলঙ্কা সফরের জন্য ভারতের আর একটি দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন রাহুল দ্রাবিড়। মাত্র এক সিরিজের জন্য তিনি দায়িত্ব পেলেও তাকেই ভারতের কোচ হিসেবে আদর্শ মনে করছেন শ্রীলঙ্কার কিংবদন্তী ক্রিকেটার অরবিন্দ ডি সিলভা।

এ প্রসঙ্গে তিনি লঙ্কান একটি সংবাদ মাধ্যমকে বলেন, 'ভারত দলের কোচ হিসেবে সেই (দ্রাবিড়) আদর্শ। আমি এটা আগেও বলেছি। সে একটি দলকে শৃঙ্খলা এবং ডেডিকেশন দিয়ে গড়ে তোলে এবং ক্রিকেটারদের উতসাহ দিয়ে সাফল্যের ব্যাপারে সবসময় ক্ষুধার্থ করে তোলে।'

তিনি আরো বলেন, 'সে কিন্তু এটা প্রমাণও করেছে। সে যে দলকে বিশ্ব চ্যাম্পিয়ন করে গড়ে তোলে তা আমরা ২০১৮ সালে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপেও দেখেছি। একইসঙ্গে কিন্তু ঐ দলের তরুণ ক্রিকেটাররাও অনেক ভাগ্যবান, তারা তাদের ছোটবেলার আইডলকে কোচ হিসেবে পেয়েছে।'

ভারত শ্রীলঙ্কা সফরের জন্য দ্বিতীয় সারির দল পাঠিয়ে শ্রীলঙ্কাকে অপমান করছে বলে কিছুদিন আগে মন্তব্য করেছিলেন আরেক লঙ্কান কিংবদন্তী অর্জুনা রানাতুঙ্গা। যদিও অরবিন্দ তার এই অভিযোগকে পুরোপুরি উড়িয়ে দিয়েছেন এবং এই দলকে দ্বিতীয় সারির দল বলারও কোন সুযোগ নেই বলে জানান তিনি।

এ প্রসঙ্গে অরবিন্দ বলেন, 'যে কোন দেশের গভর্নিং কাউন্সিলের সম্পূর্ণ কতৃত্ব থাকে যে কোন সফরের জন্য দল নির্বাচনের ক্ষেত্রে। বোর্ড অফ ক্রিকেট কন্ট্রোল ফর কন্ট্রোল ইন ইন্ডিয়া (বিসিসিআই) হয়ত তাদের রিজার্ভ দলের সক্ষমতা পরীক্ষা করতে চাইছে।'

শেষে যোগ করে বলেন, 'একই সঙ্গে তারা হয়ত তরুণদের আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ তৈরি করে দিয়েছে। কেননা টি-টোয়েন্টি বিশ্বকাপের আর মাত্র কিছুদিন বাকি আছে। বিসিসিআই হয়ত এটাও মাথায় রেখেছে। সুতরাং এই দলকে দ্বিতীয় সারির দল বলার কোন সুযোগই নেই।'