ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া সিরিজ

ওয়ানডে সিরিজের শুরুতে ফিঞ্চকে নিয়ে শঙ্কা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:50 শনিবার, 17 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে হেরেছে অস্ট্রেলিয়া। সিরিজের শেষ ম্যাচে ক্যারিবীয়দের বিপক্ষে ১৬ রান হেরেছে অ্যারন ফিঞ্চের দল।

এরই মধ্যে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে হাঁটুর চোটে পড়েছেন অজি অধিনায়ক। বুধবার ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে অস্ট্রেলিয়া। ম্যাচটিতে ফিঞ্চের খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

নিয়মিত অধিনায়কে না পেলে ম্যাথু ওয়েডকে অস্ট্রেলিয়ার নেতৃত্ব দিতে দেখা যাবে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ব্যাট হারে ২৩ বলে ৩২ রানের ইনিংস খেলেছেন ফিঞ্চ।

তার চেয়ে বেশি রান করতে পারেননি আর কোনো অজি ব্যাটসম্যান। এই চোটের কারণে রান নিতেও বেশ বেগ পেতে হয়েছে ফিঞ্চকে। ক্রিকেটের জনপ্রিয় পোর্টাল ক্রিকইনফো জানিয়েছে, ফিঞ্চ এই সিরিজের আগে থেকেই হাঁটুর চোটে ভুগছিলেন।

সেই চোট সেরে ওঠার পরই তিনি এই সিরিজে খেলেছেন। যদিও সিরিজের শেষ ম্যাচে এসে আবারও পুরনো চোট মাথা চাড়া দিয়ে উঠেছে।

ফিঞ্চের চোটে অস্ট্রেলিয়ার ইনজুরির বহর আরও বড় হয়েছে। এর আগে বেন ম্যাকডারমট ও অ্যাস্টন আগার চোটের কারণে টি-টোয়েন্টি সিরিজের শেষ ভাগে খেলতে পারেননি।