টি-টোয়েন্টি

ছক্কার রেকর্ডে গেইলকে পেছনে ফেললেন লুইস

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:40 শনিবার, 17 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

টি-টোয়েন্টিতে ছক্কার রাজা ধরা হয় ক্রিস গেইলকে। এবার এই ক্যারিবিয়ান ব্যাটিং দানবকেই ছক্কার রেকর্ডে পেছনে ফেলেছেন এভিন লুইস। গেইলকে ছাড়িয়ে দ্রুততম ছক্কার সেঞ্চুরির রেকর্ড এখন লুইসের।

শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ৩৪ বলে ৭৯ রানের ইনিংস খেলেছেন লুইস। এই ইনিংস খেলার পথে ৯টি ছক্কা হাকিয়েছেন এই ক্যারিবীয় ওপেনার।

অষ্টম ছকা মেরেই গেইলকে পেছনে ফেলেছেন লুইস। মাত্র ৪২ ইনিংসেই তিনি ছক্কার সেঞ্চুরির দেখা পেয়েছেন। এর আগে ৪৭ ইনিংসে ছক্কার সেঞ্চুরি করেছিলেন গেইল।

লুইসকে নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ছক্কার সেঞ্চুরি করা ব্যাটসম্যানের সংখ্যা ৭জন। দ্রুততম ছক্কার সেঞ্চুরি করা ব্যাটসম্যানদের তালিকায় তিন নম্বরে আছেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যান কলিন মানরো।

তিনি ৫৭ ইনিংসে ছক্কার সেঞ্চুরি স্পর্শ করেছিলেন। অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি অধিনায়ক অ্যারন ফিঞ্চের এই রেকর্ড ছুঁতে ৭০ ইনিংস লেগেছিল।

আর নিউজিল্যান্ডের আরেক ব্যাটসম্যান মার্টিন গাপটিল ৭২ ইনিংসে ১০০ ছক্কার মালিক হয়েছিলেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ১৪৭টি ছক্কার মালিক গাপটিল।

আর ১৩৩টি ছক্কা নিয়ে দুই নম্বরে আছেন ভারতের ওপেনার রোহিত শর্মা। গেইলের ছকা ১১৯টি। এ ছাড়া ইয়ন মরগান ১১৪, মানরো ১০৭, ফিঞ্চ ১০৭ ও লুইস ১০২টি ছক্কার মালিক।