জিম্বাবুয়ে-বাংলাদেশ সিরিজ

লিটনের সেরা সময় ছিনিয়ে নিয়েছিল করোনা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:56 শুক্রবার, 16 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে ১৭৬ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলার পর ব্যাট হাতে খুবই বাজে সময় পার করেছিলেন লিটন দাস। ২০২১ সালে আবারো সেই জিম্বাবুয়ের বিপক্ষেই সেঞ্চুরি হাঁকালেন এই উইকেট রক্ষক ব্যাটসম্যান। মাঝের সময়টায় ফর্মহীনতার কারণ হিসেবে করোনাকেই দুষছেন তিনি।

গত বছর ১৭৬ রানের ইনিংসটি খেলার পর করোনার কারণে প্রায় ৯ মাসেরও বেশি সময় কোন আন্তর্জাতিক ম্যাচ খেলেনি বাংলাদেশ। ২০২১ সালের জানুয়ারিতে এসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন টাইগাররা। এই দীর্ঘ সময় খেলা না থাকায় ভাটা পড়ে লিটনের ব্যাটেও।

সেই সিরিজ সহ মোট ৯ ইনিংসে ব্যাট করে লিটন করতে পেরেছিলেন মাত্র ১০১ রান। এর মধ্যে আবার ৩ ইনিংসে আউট হয়েছিলেন শূন্য রানে। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি হাঁকানোর পর এই উইকেট রক্ষক ব্যাটসম্যান জানালেন ব্যাটিংয়ে তার সেরা সময়টা কেড়ে নিয়েছিল করোনা।

ম্যাচ শেষে লিটন বলেন, 'আমার চাওয়া তো সবসময়ই রান করা। শুধু আমি না প্রতিটা ব্যাটসম্যানই চাইবে যখনই ক্রিজে যায় রান করবে। কিন্তু কোভিডের আগে আমি একটা ভাল ধারাবাহিকতা পেয়েছিলাম, ওই সময় কোভিড না হয়ে যদি স্বাভাবিক খেলা চলত তাহলে হয়তবা সুযোগ ছিল ভাল পারফর্ম করার।'

তিনি আরো বলেন, 'কারণ ওই সময় আমার পিক টাইম চলছিল। কোভিডের পর আন্তর্জাতিকে ফেরাটা একটু কঠিন হয়ে গেছে কারণ মাথায় অনেক চিন্তা ছিল যে পারফর্ম করতে হবে পরিস্থিতিও কঠিন ছিল। এভাবে দেখতে দেখতে আটটা ইনিংস গেছে।'

ব্যাট হাতে খারাপ সময় পার করায় সমালোচকদের কড়া সমালোচনায় বিদ্ধ হয়েছিলেন লিটন। তবুও দলের অভিজ্ঞ ক্রিকেটারদের এবং পরিবারের সমর্থন ছিল তার ওপর। আর নিজের চেষ্টা তো ছিলই। যে কারণেই আবারো সেঞ্চুরি করতে পেরেছেন বলে মনে করেন তিনি।

এ প্রসঙ্গে লিটন আরো যোগ করে বলেন, 'চেষ্টা করেছি যত ইনিংসই খেলিনা কেন যেন ভাল করতে পারি, দলকে কিছু দিতে পারি। পাশাপাশি বড়রা সমর্থন দিয়ে গেছেন, পরিবার বিশেষ করে ওয়াইফের কাছ থেকে সমর্থন এসেছে।'