শ্রীলঙ্কা-ভারত সিরিজ

ভারত সিরিজের জন্য শ্রীলঙ্কার দল ঘোষণা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:11 শুক্রবার, 16 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে এবং সমান সংখ্যক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ২৪ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। এই সিরিজে লঙ্কানদের অধিনায়কের দায়িত্ব পালন করবেন দাসুন শানাকা। কাঁধের ইনজুরির কারণে এই সিরিজে নেই নিয়মিত অধিনায়ক কুশল পেরেরা।

গত ৪ বছরে মোট ৬জন অধিনায়ক বদল করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। শানাকা ৬ষ্ঠ অধিনায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন। পেরেরার মতো ইনজুরিতে পরে ছিটকে গেছেন পেসার বিনুরা ফার্নান্দো। কলম্বোতে দলের অনুশীলন চলাকালীন ইনুজুরিতে পরেছিলেন তিনি।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ চলাকালীন জৈব সুরক্ষা বলয়ের প্রটোকল ভাঙার দায়ে নিষিদ্ধ হয়েছেন তিন গুরুত্বপূর্ণ ক্রিকেটার কুশল মেন্ডিস, নিরোশান ডিকওয়েলা এবং দানুশকা গুনাতিলাকা। এই তিনই যথারীতি দলের বাইরে।

তবে এই তিনজনের পরিবর্তে অভিষেকের অপেক্ষায় থাকা তিন নতুন ক্রিকেটারকে দলভূক্ত করেছে শ্রীলঙ্কা। তারা হলেন লাহিরু উদারা, শিরিন ফার্নান্দো এবং ইশান জয়ারত্নে। এ ছাড়া অনেকদিন পর জাতীয় দলে ফিরেছেন পেসার লাহিরু কুমারা।

শ্রীলঙ্কা ক্রিকেট এক বিবৃতিতে জানিয়েছে, 'এই ২৫ সদস্যের দলটি ক্রিকেট নির্বাচক কমিটি দ্বারা নির্বাচন করা হয়েছে। যারা ভারতের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে অংম নেবে। এ ছাড়া স্কোয়াডটি ক্রীড়া মন্ত্রী দ্বারা স্বীকৃত।'

শ্রীলঙ্কা স্কোয়াড: দাসুন শানাকা (অধিনায়ক), ধনঞ্জয়া ডি সিলভা (সহ-অধিনায়ক), অভিষ্কা ফার্নান্দো, ভানুকা রাজাপাকসা, পাথুম নিশাঙ্কা, চারিথ আসালঙ্কা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, আসেন বান্দারা, মিনোদ ভানুকা, লাহিরু উদারা, রমেশ মেন্ডিস, চামিকা করুণারত্নে, দুশমান্থা চামিরা, লাকশান সান্দাকান, অকিলা ধনঞ্জয়া, শিরান ফার্নান্দো, ধনঞ্জয়া লাকশান, ইশান জয়রত্নে, প্রবীণ জয়বিক্রম, অসিথ ফার্নান্দো, কাসুন রাজিথা, লাহিরু কুমারা, ইসুরু উদানা, বিনুরা ফার্নান্দো (কেবল টি-টোয়েন্টি)।