ভারত-পাকিস্তান

এবার গ্রুপ পর্বেই মুখোমুখি ভারত-পাকিস্তান

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:18 শুক্রবার, 16 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ভারত-পাকিস্তানের মধ্যকার বৈরিতা বেশ পুরনো। রাজনৈতিক ময়দান থেকে তা আঁছড়ে পড়ে ক্রিকেট ময়দানে। যে কারণে দুই দেশের লড়াই মানেই বাড়তি উত্তেজনা। আসন্ন ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে আবারো মুখোমুখি হতে যাচ্ছে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। অন্যবার নক আউট পর্বে একে অপরের মুখোমুখি হলেও ভারত পাকিস্তান এবার একই গ্রুপে।

এই দুটি দলই থাকছে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বের ২ নম্বর গ্রুপে। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ছাড়াও এই গ্রুপে আছে নিউজিল্যান্ড এবং আফগানিস্তান। সঙ্গে এই গ্রুপে যোগ হবে প্রথম রাউন্ডের ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন ও ‘এ’ গ্রুপের রানার-আপ।

সুপার টুয়েলভের খেলার আগে বাংলাদেশকে খেলতে হবে প্রথম রাউন্ড। বাংলাদেশ বি গ্রুপে চ্যাম্পিয়ন হলে ভারত, পাকিস্তান কিংবা নিউজিল্যান্ডের সঙ্গী হবে। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ঘোষণা করতে পেরে আনন্দিত আইসিসির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী জিওফ এলারডাইস।

তিনি বলেন, 'আমরা আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ এর জন্য গ্রুপ ঘোষণা করতে পেরে আনন্দিত। গ্রুপগুলি এটাই্ প্রমাণ করছে কিছু দুর্দান্ত ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্ব মহামারির পর এটাই আমাদের প্রথম বৈশ্বিক আসর। এটা সকলকে এই সময়ে কিছুটা স্বস্তি দেবে।'

তিনি আরো বলেন, 'কোভিড -১৯ এর ফলে সৃষ্ট বিঘ্নের কারণে আমরা গ্রুপের নির্ধারিত র‌্যাঙ্কিংয়ে সর্বোচ্চ পরিমাণের ক্রিকেটকে অন্তর্ভুক্ত করতে পেরেছি। মাত্র তিন মাসের মধ্যে ইভেন্টটি চলাকালীন আমরা কিছুটা প্রতিযোগিতামূলক ক্রিকেট দেখতে পাচ্ছি তাতে সন্দেহ নেই।'

তবে বাংলাদেশ প্রথম রাউন্ডে গ্রুপ রানার্স-আপ হলে কিন্তু প্রতিপক্ষ পরিবর্তন হয়ে যাবে। তখন দ্বিতীয় রাউন্ডে লাল-সবুজ জার্সিধারীদের অবস্থান হবে গ্রুপ-১-এ। সুপার-১২তে এই গ্রুপে রয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ।