Connect with us

ইংল্যান্ড - ভারত সিরিজ

ইংল্যান্ড-ভারত সিরিজে থাকছে না কঠোর সুরক্ষা বলয়


প্রকাশ

:

ছবি : সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||

ইংল্যান্ডে প্রতিনিয়তই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ইতোমধ্যে করোনা আক্রান্ত হয়েছেন ইংল্যান্ডের ও ভারতের ক্রিকেটার। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ মিলে ইংল্যান্ডের সাতজন করোনা আক্রান্ত হয়েছিলেন।

যে কারণে নিয়মিত দলকে কোয়ারেন্টাইনে পাঠিয়ে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় সারির দল খেলিয়েছিল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। দেশের এমন অবস্থার পরও ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে কঠোর সুরক্ষা বলয় রাখছে না ইংল্যান্ড। ইসিবির প্রধান নির্বাহী টম হ্যারিসন জানিয়েছেন, ক্রিকেটারদের মানসিক ধকলের কথা ভেবেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

এ প্রসঙ্গে হ্যারিসন বলেন, ‘কোভিডের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে এক বছর, এমনকি ছয় মাস আগের চেয়েও আমরা এখন ভিন্ন অবস্থানে আছি। আমরা এখন চেষ্টা করছি, এটিকে সঙ্গে নিয়েই কিভাবে টিকে থাকা যায় এবং জৈব-সুরক্ষা আবহ ছাড়া কিভাবে নিরাপদ পরিবেশ গড়ে তোলা যায়।’

তিনি আরও বলেন, ‘দুটির ভেতর বড় পার্থক্য আছে। জৈব-নিরাপত্তা ও বলয়ে ক্রিকেটাররা বিরক্ত ও হতাশ হয়ে উঠছে। পরিবার থেকে দূরে থাকার সময়টা ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্যে প্রচণ্ড বাজে প্রভাব ফেলছে। সামনে আমরা এই ধরনের পরিবেশ চালিয়ে যেতে পারব না।’

করোনার এমন পরিস্থিতি কবে নাগাদ শেষ হবে সেটা বলা মুশকিল। যে কারণে সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের ভাবনা পরিবর্তন করতে চান হ্যারিসন। তাতে আসন্ন ইংল্যান্ড-ভারত টেস্ট সিরিজে জৈব সুরক্ষা বলয় খানিকটা শিথিল করা হবে। ক্রিকেটাররা হোটেলের আশেপাশে পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পেতে পারেন। 

সময়ের সঙ্গে সঙ্গে ভাবনার পরিবর্তন নিয়ে হ্যারিসন বলেন, ‘কোভিডের সঙ্গেই বেঁচে থাকা শিখতে হবে আমাদের। আরও অনেক দিন হয়তো এভাবেই চলতে হবে। কাজেই সর্বাত্মক প্রতিরোধের চেয়ে এখন ঝুঁকি কমিয়ে আনার দিকে মনোযোগ দিতে হবে। আমাদের ভাবনা হলো, অবশ্যম্ভাবী সংক্রমণের প্রভাব যতটা সম্ভব কমিয়ে আনার জন্য প্রটোকল তৈরি করতে হবে আমাদের।’

সর্বশেষ

২৭ সেপ্টেম্বর, সোমবার, ২০২১

আশা জাগিয়েও হারল মুস্তাফিজের রাজস্থান

২৭ সেপ্টেম্বর, সোমবার, ২০২১

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ২৫ হাজার দর্শক চায় ভারত

২৭ সেপ্টেম্বর, সোমবার, ২০২১

তবুও কিশানে ভরসা রাখছেন রোহিত

২৭ সেপ্টেম্বর, সোমবার, ২০২১

ক্রিকেটের উন্নয়নে খরচ চান দূর্জয়

২৭ সেপ্টেম্বর, সোমবার, ২০২১

আইপিএল থেকে ছিটকে গেলেন কুলদীপ

২৭ সেপ্টেম্বর, সোমবার, ২০২১

শাস্তি কমছে না মেন্ডিস-ডিকওয়েলাদের

২৭ সেপ্টেম্বর, সোমবার, ২০২১

হ্যাটট্রিক হিরো হার্শালের প্রশংসায় গাভাস্কার

২৭ সেপ্টেম্বর, সোমবার, ২০২১

উদ্ভট যুক্তিতে রাহুলকে বেঙ্গালুরুর অধিনায়ক চান স্টেইন

২৭ সেপ্টেম্বর, সোমবার, ২০২১

রাসেলের চোট নিয়ে কলকাতার উদ্বেগ

২৭ সেপ্টেম্বর, সোমবার, ২০২১

অ্যাডিলেড স্ট্রাইকার্সের ঘরের ছেলে হয়ে থাকতে চান রশিদ

আর্কাইভ

বিজ্ঞাপন