ইংল্যান্ড - পাকিস্তান সিরিজ

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি খেলা হচ্ছে না হাসান আলির

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:06 শুক্রবার, 16 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে খেলা হচ্ছে না হাসান আলির। ইনজুরির কারণে সিরিজের প্রথম ম্যাচে তাঁকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজ খেলতে নামার আগে নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নিতে ট্রেন্ট ব্রিজে অনুশীলন করে পাকিস্তান। যেখানে অনুশীলন করার সময় বাঁ পায়ে চোট পান হাসান। সতর্কতার কারণেই মূলত তাঁকে প্রথম ম্যাচে খেলাতে চায় না দলটি।

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলেছেন হাসান। যেখানে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৫ উইকেট পেয়েছিলেন ডানহাতি এই পেসার। ২০১৭ সালের পর ওয়ানডেতে এটিই তাঁর প্রথম ৫ উইকেট। 

যদিও এর মাঝে পিঠের চোটের কারণে এক বছরের বেশি সময় দলের বাইরে ছিলেন। স্কোয়াডে ফেরার পর কুঁচকির ইনজুরিতেও পড়েছিলেন অভিজ্ঞ এই পেসার। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৫ উইকেট নিলেও দলকে জেতাতে পারেননি।

দ্বিতীয় টি-টোয়েন্টির আগে তাঁর ইনজুরির অবস্থা পর্যালোচনা করে খেলার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছে পিসিবি। শুক্রবার প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামছে ইংল্যান্ড ও পাকিস্তান। সিরিজের বাকি দুই ম্যাচে মাঠে গড়াবে ১৮ ও ২০ জুলাই।