promotional_ad

দ্য হান্ড্রেডে খেলা হচ্ছে না রাসেল ও পোলার্ডের

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


চলতি মাসেই মাঠে গড়াচ্ছে দ্য হান্ড্রেডর প্রথম আসর। টুর্নামেন্টটির প্রথম মৌসুম শুরুর আগে বিদেশি ক্রিকেটারদের নাম সরিয়ে নেয়ার হিড়িক যেন থামছেই না। যার সর্বশেষ সংযোজন ওয়েস্ট ইন্ডিজের দুই তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল ও কাইরন পোলার্ড।


তাঁদের দুজনের খেলার কথা ছিল সাউদার্ন ব্রেভ ও ওয়ালশ ফায়ারের হয়ে। জাতীয় দলের হয়ে খেলা থাকার কারণে টুর্নামেন্ট শুরুর আগে দ্য হান্ড্রেড থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন রাসেল। তাঁর বদলি হিসেবে নিউজিল্যান্ডের অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোমকে দলে ভিড়িয়েছে সাউদার্ন। 


promotional_ad

এদিকে একই কারণে টুর্নামেন্টটিতে খেলার কথা ছিল না ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি অধিনায়ক পোলার্ডের। সেই সঙ্গে অস্ট্রেলিয়া সিরিজে যুক্ত হয়েছে হ্যামস্ট্রিং ইনজুরি। যে কারণে তাঁর বদলি নিয়েছে তাঁর দল ফায়ার। যেখানে খেলবেন গ্লেন ফিলিপস।


ট্রেন্ট রকেটসের হয়ে খেলার কথা থাকলেও ভিসা জটিলতার কারণে দেশে ফিরে এসেছেন পাকিস্তানের পেসার ওয়াহাব রিয়াজ। বাঁহাতি এই অভিজ্ঞ পেসারের বদলি হিসেবে মার্শেন্ট ডি ল্যাঙ্গেকে দলে নিয়েছে রকেটস।


ব্যক্তিগত কারণে দ্য হান্ড্রেডের এবারের আসরে খেলছেন না অ্যালিসা পেরি। অস্ট্রেলিয়ার অভিজ্ঞ এই অলরাউন্ডারের খেলার কথা ছিল বার্মিংহাম ফিনিক্স। যেখানে তাঁর বদলি হিসেবে খেলবেন কেটি ম্যাক। দলটির অধিনায়কের দায়িত্ব পালন করবেন অ্যামি জোনস। 


করোনা পজিটিভ হওয়ার কারণে টুর্নামেন্ট শুরুর আগে নিজেকে সরিয়ে নিয়েছেন সানি লুস। যেখানে তাঁর বদলি হিসেবে ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার হাইলে ম্যাথুসকে দলে নিয়েছে ফায়ার। হান্নাহ জোনসের বদলি হিসেবে লন্ডন স্পিরিটে খেলবেন অ্যালিস মোনাঘান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball