বাংলাদেশ ক্রিকেট

নারী ক্রিকেটারদের বেতন বাড়ালো বিসিবি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:34 বৃহস্পতিবার, 15 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

দেশের নারী ক্রিকেটারদের বেতন বাড়ালো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই সঙ্গে কেন্দ্রীয় চুক্তিতে থাকা নারী ক্রিকেটারদের ম্যাচ ফি’ও বৃদ্ধি করেছে বাংলাদেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির উইমেন্স উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল। তিনি জানিয়েছেন, বোর্ড সভায় তাঁদের ২০ শতাংশ বেতন বৃদ্ধির অনুমোদন দেয়া হয়েছে।

এ প্রসঙ্গে শফিউল আলম বলেন, ‘আমরা নারী ক্রিকেটারদের ২০ শতাংশ বেতন বৃদ্ধি করেছি এবং তারা এই মাস (জুলাই) থেকেই নতুন স্কেলে বেতন পাবে।’

এদিকে নারী ক্রিকেটাররা ম্যাচ ফি হিসেবে ওয়ানডেতে ১০০ ডলার এবং ৭৫ ডলার পেতেন। যা বৃদ্ধি করে ওয়ানডেতে ৩০০ ডলার এবং টি-টোয়েন্টিতে ১৫০ ডলার করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

গেল বোর্ড সভায় কেন্দ্রীয় চুক্তিতে নারী ক্রিকেটারের সংখ্যাও বৃদ্ধি করেছে বাংলাদেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। যেখানে ১৯ জনের পরিবর্তে নতুন চুক্তিতে ২২জন করা হয়েছে।

যাদেরকে চারটি ক্যাটাগরিতে রাখা রয়েছে। যেখানে ‘এ’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা ৬০ হাজার টাকা পাবেন। এ ছাড়া ‘বি’ ক্যাটাগরিতে ৪৮ হাজার, ‘সি’ ক্যাটাগরিতে ৩৬ হাজার এবং সর্বশেষ ‘ডি’ ক্যাটাগরিতে থাকা নারী ক্রিকেটাররা পাবেন ২৫ হাজার টাকা করে।