Connect with us

শ্রীলঙ্কা-ভারত সিরিজ

ইনজুরিতে পেরেরা, ভারতের বিপক্ষে খেলা নিয়ে শঙ্কা


প্রকাশ

:


আপডেট

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

ভারত-শ্রীলঙ্কা সিরিজ মাঠে গড়াতে দেরি নেই বেশি। কিন্তু তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগেই ধাক্কা খেলো শ্রীলঙ্কা। কাঁধের চোটে পড়েছেন কুশল পেরেরা, ফলে শঙ্কা তৈরি হয়েছে আসন্ন সিরিজে তাকে পাওয়া নিয়ে। 

সবকিছু ঠিক থাকলে ১৩ জুলাই শুরু হওয়ার কথা ছিল শ্রীলঙ্কা-ভারত সিরিজ। কিন্তু লঙ্কান কোচিং স্টাফের দুজন করোনায় আক্রান্ত হওয়ায় সিরিজটি পিছিয়ে নিয়ে যাওয়া হয়। এখন ওয়ানডে সিরিজ শুরু হবে ১৮ জুলাই।

নতুন সূচিতে সিরিজ মাঠে গড়াতে চললেও ওয়ানডে সিরিজে পেরেরাকে না পাওয়ারই সম্ভাবনা বেশি। শ্রীলঙ্কার গণমাধ্যমগুলো বলছে, ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালে চোট পেয়েছিলেন তিনি। কিন্তু দলে তার যোগ্য বদলি না থাকায় চোট নিয়েই খেলা চালিয়ে গিয়েছিলেন।

সেই চোট আবারও মাথাচড়া দিয়ে উঠেছে। তবে চোট কতটা গুরুতর সেটি নিশ্চিতভাবে জানা যায়নি। সে কারণে গতকাল বুধবার দলের সঙ্গে অনুশীলন করতে পারেননি কুশল। বর্তমানে তিনি মেডিকেল টিমের সদস্যদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

ভারতীয়দের সঙ্গে সাদা বলের সিরিজে পেরেরার খেলা না হলে বিষয়টি বেশ ভোগাবে লঙ্কানদের। কেননা দলে তখন একমাত্র সিনিয়র হিসেবে বাকি থাকবেন ধনঞ্জয়া দি সিলভা। গত মার্চে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ ও গত মাসে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে দলকে নেতৃত্ব দিয়েছিলেন কুশল। 

তার নেতৃত্বে দুই দলের সঙ্গেই ধবলধোলাই হওয়ায় ভারত সিরিজে দাসুন শানাকাকে লঙ্কানদের অধিনায়কত্বের ভার তুলে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। যদিও কুশল চোটে পড়ায় সেই সম্ভাবনাটাকে আরো বাড়িয়ে তুলেছে। এদিকে গতকাল কোয়ারেন্টাইন জটিলতা শেষ করে শ্রীলঙ্কা দলের সঙ্গে যোগ দিয়েছেন প্রধান কোচ মিকি আর্থার ও বোলিং কোচ চামিন্দা ভাস।

সর্বশেষ

১৯ সেপ্টেম্বর, রবিবার, ২০২১

কালই পাকিস্তান যাচ্ছি, আমার সঙ্গে কে যাবে: গেইল

১৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২১

চট্টগ্রামে বৃষ্টি বাধায় খেলা হলো ৫.৪ ওভার

১৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২১

সুপার ক্লাসিকো দিয়ে মাঠে ফিরছে আইপিএল

১৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২১

বেঙ্গালুরুতে ভিন্ন মাত্রা যোগ করবেন চামিরা-হাসারাঙ্গা

১৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২১

নিউজিল্যান্ডের কাণ্ডে আইসিসির হস্তক্ষেপ চান ইনজামাম

১৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২১

অনিশ্চয়তায় অস্ট্রেলিয়ার পাকিস্তান সফর

১৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২১

পাডিকাল শেষ মুহূর্তে বিশ্বকাপে ডাক পেতে পারেন : শেবাগ

১৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২১

বিশ্বকাপের আগে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের প্রস্তুতি ম্যাচ

১৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২১

ভারতের কোচ হওয়ার প্রস্তাবে জয়াবর্ধনের ‘না’

১৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২১

পুনরায় ভারতের কোচ হতে আগ্রহী নন শাস্ত্রী

আর্কাইভ

বিজ্ঞাপন