অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ

অবশেষে অস্ট্রেলিয়াকে জয়ের মুখ দেখালেন 'খলনায়ক' রাসেল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:57 বৃহস্পতিবার, 15 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে শেষ ওভারের রোমাঞ্চে অবশেষে জয়ের দেখা পেল সফরকারী অস্ট্রেলিয়া। সফরকারীদের দেওয়া ১৯০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শেষ ওভারে জয়ের জন্য উইন্ডিজের দরকার ছিল ১১ রান। সে সময় ক্রিজে ছিলেন আন্দ্রে রাসেল। বোলিংয়ে আসা মিচেল স্টার্কের বিপক্ষে একটু বেশিই ঝুঁকি নিয়ে ফেলেছিলেন তিনি।

শেষ ওভারের শুরুর চার বলে সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি। আসেনি কোনো রান, সুযোগ পেয়ে সিঙ্গেলও নেননি। পঞ্চম বলে ফুলটস পেলেও সেটিকে বাউন্ডারিতে রূপান্তরিত করতে পারেননি রাসেল। সেই বলে নেন ২ রান। কিন্তু স্কোরবোর্ডে কোনো এক কারণে সেই রান দেখায়নি।

শেষ বলে বাউন্ডরি হাঁকালেও অনফিল্ড আম্পায়ার ইশারা করেন ছক্কার। সেই হিসেবে প্রথম ৫ বল ডট এবং শেষ বলে ৬ হাঁকান রাসেল। কিন্তু ছক্কা হাঁকিয়েও লাভ হয়নি। তাতে ক্যারিবীয়দের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ১৮৫। ততক্ষণে ৪ রানের জয় তুলে নিয়েছে সফরকারীরা।

এর আগে, ১৯০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে প্রথম ৫ ওভারে ল্যান্ডি সিমন্স ও এভিন লুইস ওপেনিং জুটিতে আসে ৬২ রান। তাদের জুটি ভাঙেন লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। ১৪ বলে ৩১ রান করে সাজঘরে ফেরেন লুইস। এরপর ক্রিস গেইলকে (১) দ্রুত ফিরিয়ে দেন মিশেল মার্শ।

পরে দ্বিতীয় শিকার হিসেবে তুলে নেন সিমন্সকে। ক্যারিবীয় ওপেনারের ৪৮ বলে ৭২ রানের ইনিংসটি সাজানো ছিলো ১০টি চার ও ২টি ছয়ের মারের। এরপর মার্শের তৃতীয় শিকার হিসেবে ১৪ রান করে সাজঘরে ফেরেন উইকেটরক্ষক-অধিনায়ক নিকোলাস পুরানও। এর আগে নিজের দ্বিতীয় শিকার হিসেবে ফেরান আন্দ্রে ফ্লেচারকে (৬) সাজঘরে ফেরার জাম্পা।

হঠাৎ হাত থেকে জয় ছুটে যাচ্ছিলো ক্যারিবীয়দের। তবে সেই আশা ফের জাগিয়ে তোলেন ফাবিয়ান অ্যালেন ও আন্দ্রে রাসেল। কিন্তু অবশেষ জয় নিয়ে মাঠ ছাড়ে অজিরা। রাইলি ম্যারেডিথের করা ১৯তম ওভারের শেষ বলে সাজঘরে ফেরেন দুর্দান্ত খেলতে থাকা অ্যালেন। ১৪ বলে ২ চার ও ৩ ছয়ে ২৯ রান করে অজিদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিলেন তিনি।

অ্যালেন ওয়েডকে ক্যাচ দিয়ে ফিরে গেলে স্ট্রাইক পান রাসেল। জয়ের জন্য ৬ বলে ১১ রান করতে ব্যর্থ হন তিনি। ১৩ বলে ২২ রানে অপরাজিত ছিলেন রাসেল। ৪ ওভারে ৩৭ রান দিয়ে কোনো উইকেট পাননি স্টার্ক। তবে শেষ ওভারে রাসেলকে প্রথম পাঁচ বলই ডট দেন স্টার্ক।

তারও আগে বৃহস্পতিবার ভোরে সেন্ট লুসিয়ায় ড্যারেন স্যামি জাতীয় স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৯ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। দলীয় ১২ রানেই প্যাভিলিয়নে ফিরে যান ওপেনার ম্যাথু ওয়েড। তবে অজি অধিনায়কের ব্যাটিং নৈপুণ্যে শুরুর চাপটা সামলে ওঠে অস্ট্রেলিয়া।

দলীয় ১২৬ রানে সাজঘরে ফিরে যান অধিনায়ক অ্যারন ফিঞ্চ। আউট হওয়ার আগে ৩৭ বলে ৫৩ রান করে যান অধিনায়ক। তবে মিচেল মার্শ ছাড়া আর উইকেটে থিতু হতে পারেনি কেউই। মিচেল মার্শের ব্যাট থেকে আসে ৪৪ বলে ৭৫ রান। শেষের দিকে ড্যান ক্রিশ্চিয়ান ও মিচেল স্টার্কের ব্যাটিংয়ে ভর করে ১৮৯ রানের চ্যালেঞ্জিং স্কোর পায় অস্ট্রেলিয়া।

সংক্ষিপ্ত স্কোর :

অস্ট্রেলিয়া: ২০ ওভারে ১৮৯/৬ (ওয়েড ৫, ফিঞ্চ ৫৩, মার্শ ৭৫, কেয়ারি ০, হেনরিকেস ৬, টার্নার ৬, ক্রিস্টিয়ান ২২*, স্টার্ক ৮*; কটরেল ৪-০-৩১-০, টমাস ২-০-৩১-১, রাসেল ৩-০-২৫-১, আকিল ২-০-২৪-০, অ্যালেন ৪-০-৩১-১ ওয়ালশ ৪-০-২৭-৩, সিমন্স ১-০-১৬-০)।

ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১৮৫/৬ (সিমন্স ৭৪, লুইস ৩১, গেইল ১, ফ্লেচার ৬, পুরান ১৬, রাসেল ২৪*, অ্যালেন ২৯, ওয়ালশ ০*; স্টার্ক ৪-০-৩৭-০, মেরেডিথ ৪-০-৫৭-১, বেহরেনডর্ফ ৩-০-২৪-০, ক্রিস্টিয়ান ১-০-২৩-০, জ্যাম্পা ৪-০-২০-২, মিচেল মার্শ ৪-০-২৪-৩)।