ভারত-ইংল্যান্ড

ইউরোর ম্যাচ দেখতে গিয়ে করোনায় আক্রান্ত পান্ত!

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:34 বৃহস্পতিবার, 15 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বৃহস্পতিবার ভোরের খবর ইংল্যান্ডে ছুটি কাটানোর সময় করোনাভাইরাসের আক্রান্ত হয়েছে ভারতের এক ক্রিকেটার। কিন্তু বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) তখনও আক্রান্ত সেই ক্রিকেটারের নাম প্রকাশ করেনি। কিন্তু বৃহস্পতিবার দুপুর না গড়াতেই নাম প্রকাশ করল ভারতের বেশ কয়েকটি গণমাধ্যম।

আক্রান্ত সেই ক্রিকেটার আর কেউ নন ঋশভ পান্ত। যিনি সপ্তাহখানেক আগেই ইউরোর শেষ ১৬তে জার্মানি-ইংল্যান্ডের ম্যাচ দেখতে ওয়েম্বলি স্টেডিয়ামে গিয়েছিলেন। বিসিসিআই ধারণা করছে সেখান থেকেই শরীরে করোনা বাঁধিয়েছেন তিনি। 

পান্ত আক্রান্ত হলেও বাকি আর কোনো ক্রিকেটারের সংস্পর্শে আসেননি। এই মুহূর্তে আইসোলেশনে আছেন ভারতের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। ইতোমধ্যে সপ্তাহখানেক সময়ও পার হয়ে গিয়েছে।

বিসিসিআইয়ের সহ সভাপতি রাজিব শুকলা পিটিআইকে বলেন, 'হ্যাঁ আমাদের একজন ক্রিকেটার করোনায় আক্রান্ত। যিনি ৮দিন ধরে আইসোলেশনে আছে। আর কেউ আক্রান্ত হয়নি। আমি নাম প্রকাশ করতে পারছি না সেই ক্রিকেটারের।' 

সম্প্রতি ইংল্যান্ডে করোনার প্রাদুর্ভাব অনেক বেড়ে গিয়েছে। আক্রান্ত হয়েছিলেন পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের প্রথমে ঘোষিত ওয়ানডে স্কোয়াডের ৩ ক্রিকেটার ও ম্যানেজম্যান্টের ৪জন। এমনকি দেশটির ঘরোয়া ক্রিকেটেও কয়েকজন ক্রিকেটার আক্রান্ত হয়েছেন।

স্থগিত করা হয়েছে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচও। এসব দেখেই সতর্ক থাকার পরামর্শ দিয়ে সফররত দলকে একটি মেইল করেছিলেন বিসিসিআই সেক্রেটারি জয় শাহ। এর কিছুদিনের মধ্যেই ভারতীয় দলে ধরা পড়ল করোনার সংক্রমণ।

বৃহস্পতিবার জৈব সুরক্ষা বলয়ে প্রবেশের লক্ষ্যে ডারহাম যাওয়ার কথা রয়েছে পুরো ভারতীয় দলের। কিন্তু এখন পান্তকে ছাড়াই যেতে হবে তাদের। কোয়ারেন্টাইন শেষে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

আগামী ৪ আগস্ট থেকে শুরু হবে ভারত ও ইংল্যান্ডের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। এর আগে ২০ জুলাই একটি অনানুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলবে বিরাট কোহলির দল। নিশ্চিতভাবেই সেই ম্যাচটি খেলা হবে না করোনাক্রান্ত ক্রিকেটারের।