জিম্বাবুয়ে - বাংলাদেশ সিরিজ

‘পারফর্ম করে দলে জায়গা পোক্ত করার এখনই সঠিক সময়’

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:53 মঙ্গলবার, 13 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশের তরুণদের মাঝে মোসাদ্দেক হোসেন সৈকতকে দারুণ সম্ভাবনাময় একজন ভাবা হলেও জাতীয় দলে কখনই ধারাবাহিক হতে পারেননি। পারফরম্যান্সের মতো ধারবাহিক ছিলেন না দলেও। কখনও ইনজুরি আবার কখনও অফ ফর্মের কারণে জায়গা হারাতে হয়েছে তাঁকে। তবে পারফর্ম করে দলে জায়গা পোক্ত করার এখনই সঠিক সময় মানছেন মোসাদ্দেক।

২০১৬ সালের সেপ্টেম্বরে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়েছিল মোসাদ্দেক। সেই বছরের শুরুতেই জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো বাংলাদেশের হয়ে খেলতে নেমেছিলেন এই অলরাউন্ডার। 

এরপর প্রায় পাঁচ বছর কেটে গেলেও বাংলাদেশের ৩৭টি ওয়ানডে আর ১৫টি টি-টোয়েন্টি খেলেছেন। চার বছরের সাদা পোশাকের ক্রিকেট ক্যারিয়ারে খেলেছেন মোটে তিনটি টেস্ট। কখনই জাতীয় দলে ধারাবাহিক না হওয়া মোসাদ্দেক জানিয়েছেন, আপাতত পারফরম্যান্সের দিকেই নজর দিয়ে ধারাবাহিক হওয়ার চেষ্টা করছেন।

এক ভিডিও বার্তায় মোসাদ্দেক বলেন, ‘আমরা যারা একসঙ্গে খেলা শুরু করেছিলাম তাদের জন্য পারফর্ম করা ও দলে থিতু হওয়ার এটাই সঠিক সময়। ধারাবাহিকতার ওপরে কিছু নেই। আমরা ধারাবাহিক হতে পারলে দলে জায়গাও পোক্ত হবে। এতে দলও উপকৃত হবে। পারফরম্যান্সের ওপর কিছুই নেই, অবশ্যই পারফরম্যান্সের দিকেই নজর দিচ্ছি।’

চলতি বছরের শুরুর দিকে নিউজিল্যান্ড সফরের দলে থাকলেও ইনজুরির কারণে সেভাবে খেলার সুযোগ হয়ে ওঠেনি মোসাদ্দেকের। এরপর ইনজুরি কাটিয়ে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছেন তিনি। যেখানে দ্বিতীয় ম্যাচে ভালো করতে না পারলেও তৃতীয় ও শেষ ওয়ানডেতে হাফ সেঞ্চুরির দেখা পেয়েছিলেন। 

যদিও শেষ পর্যন্ত দলকে জেতাতে পারেননি মোসাদ্দেক। তবে এবার সুযোগ পেলে ম্যাচ শেষ করতে চান তিনি। সেই সঙ্গে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডের হয়ে খেলেছেন এই অলরাউন্ডার। চ্যাম্পিয়ন হতে পারায় দারুণ খুশি তিনি।

মোসাদ্দেক বলেন, ‘নিউজিল্যান্ড সফরে চোট পাওয়ার পর তা সারিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলি। শেষ ম্যাচে ভালো করলেও শেষ করে আসতে পারিনি। এখানে ভূমিকা থাকবে দায়িত্ব পেলে শেষ করা। ডিপিএলে চ্যাম্পিয়ন হয়েছি, বড় দলে খেলেছি এটা অবশ্যই ভালো লাগার বিষয়।’