জিম্বাবুয়ে-বাংলাদেশ সিরিজ

অস্ট্রেলিয়া সিরিজের জন্য জিম্বাবুয়েতে ছুটি নিচ্ছেন না মুশফিক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:40 মঙ্গলবার, 13 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

সিদ্ধান্তে পরিবর্তন এনেছেন মুশফিকুর রহিম। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছুটি নিলেও জৈব-সুরক্ষা বলয় জটিলতায় এই সিদ্ধান্তে পরিবর্তন এনেছেন তিনি। ফলে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলেই দেশে ফিরবেন দেশসেরা এই উইকেটরক্ষক।

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ না খেলে দেশে ফিরলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজের আগে বিপাকে পড়তে হত মুশফিককে। কারণ অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে জৈব-সুরক্ষা বলয় নিয়ে রয়েছে কড়া বিধি-নিষেধ।

গেল মাসের শুরুতে টানা খেলা ও লম্বা সময়ে জৈব সুরক্ষা থাকা মুশফিকুর রহিম ব্যক্তিগত কারণে জিম্বাবুয়ে সফরের টেস্ট ও ওয়ানডে সিরিজ খেললেও টি-টোয়েন্টি সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন। যেখানে ২০ জুলাই ওয়ানডে সিরিজ খেলে দেশে ফেরার কথা ছিল তার।

এরপর ২৯ জুলাই আবারও জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করতে হত মুশফিককে। কিন্তু ২৭ জুলাই জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে দেশে ফিরেই বাকিরা সরাসরি অস্ট্রেলিয়া সিরিজের জৈব সুরক্ষা প্রবেশ করবে।

আর এমন সব জটিলতা এড়াতে মুশফিক ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজও খেলে আসবেন জিম্বাবুয়ে থেকে। ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজকে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বিষয়টি নিশ্চিত করেছেন।

এ প্রসঙ্গে মিনহাজুল বলেন, ‘সে তার সিদ্ধান্ত বদলেছে এবং দলের সাথে থেকে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলেই আসবে। যদি সে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছুটি নেওয়ার সিদ্ধান্তে বহাল থাকতো তবে তাকে দেশে ফিরে আবারও বায়ো-বাবলে প্রবেশের ক্ষেত্রে জটিলতায় পড়তে হত।’

চলতি মাসের শেষদিকে অস্ট্রেলিয়া বাংলাদেশে আসবে ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে। ২ আগস্ট থেকে ৯ আগস্ট সময়কালে ম্যাচগুলো সম্পন্ন হবে বলে আগেই জানিয়েছে বিসিবি।

ফলে জিম্বাবুয়ে থেকে টি-টোয়েন্টি সিরিজ খেলে দেশে ফেরা ক্রিকেটাররা ঘরে ফেরার সুযোগ পাচ্ছে না, প্রবেশ করবে সরাসরি বায়ো-বাবলে। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) দেওয়া শর্তের মধ্যেও এটি ছিল।