টি-টোয়েন্টি বিশ্বকাপ

হার্দিক ফিট থাকবে বিশ্বকাপে ভারতের সুযোগ দ্বিগুণ হবে!

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:26 মঙ্গলবার, 13 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

আগামী ১৮ জুলাই শুরু হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের সীমিত ওভারের সিরিজ। আসন্ন এই সিরিজের দলে আছেন হার্দিক পান্ডিয়া। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজ দিয়েই নিজের প্রস্তুতি শুরু করবেন এই অলরাউন্ডার।

বেশ অনেকদিন ধরেই পিঠের চোটে ভুগছেন হার্দিক। এর ফলে বল হাতে নিয়মিত দেখা যাচ্ছে না তাকে। শ্রীলঙ্কা সিরিজের অনুশীলনে আবারও বোলিং শুরু করেছেন এই অলরাউন্ডার। বিশ্বকাপে ব্যাটে-বলে নিজেকে উজার করে দিতেই প্রস্তুতি নিচ্ছেন তিনি।

ভারতের সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান সাবা করিম মনে করেন হার্দিক ফিট থাকলে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সুযোগ দ্বিগুণ হয়ে যাবে। যদিও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটি এই পেস বোলিং অলরাউন্ডারের জন্য বেশ চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন তিনি।

করিম বলেন, 'শ্রীলঙ্কা সফর একজন ব্যাটসম্যান হিসেবে হার্দিকের জন্য চ্যালেঞ্জিং হবে কারণ সে চেন্নাইয়ের ধীর পিচে বেশ সংগ্রাম করেছে আইপিএলে। শ্রীলঙ্কাতেও সে একইরকম উইকেট পাবে। ভালো স্ট্রাইক রেটে রান করা এই কন্ডিশনে তাই বেশ চ্যালেঞ্জিং হবে বিশেষ করে সাদা বলের ক্রিকেটে।'

করিম মনে করেন পুরো বিশ্বকাপ জুড়েই আলো ছড়ানোর ক্ষমতা আছে হার্দিকের। তবে তার চাপ কিভাবে নিয়ন্ত্রণ করা হবে সেটা ভারতীয় টিম ম্যানেজমেন্টকেই ভাবতে বলেছেন সাবেক এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

তিনি বলেন, 'বড় বিষয় হলো টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সুযোগ দ্বিগুণ হয়ে যাবে যদি হার্দিক পান্ডিয়া ফিট থাকে। ব্যাটে-বলে সে পুরো টুর্নামেন্ট জুড়েই আলো ছড়াতে পারে। তাকে চাপ নেয়ার ক্ষমতা ধীরে ধীরে বাড়াতে হবে। এটা ভারতের টিম ম্যানেজমেন্টের ওপর নির্ভর করছে।'