অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

ইউনিভার্স বসকে সম্মান করো: গেইল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:13 মঙ্গলবার, 13 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বয়স ৪২ ছুঁই ছুঁই তবুও রান করার তাড়না কমেনি ক্রিস গেইলের। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে সেটাই আবার মনে করিয়ে দিয়েছেন এই ক্যারিবীয় ব্যাটিং দানব। ছক্কা বৃষ্টিতে আবারও সবাইকে বুঝিয়ে দিলেন কেন তিনি ইউনিভার্স বস।

সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই পরিকল্পনা মাথায় নিয়েই নিজেকে প্রস্তুত করছেন গেইল। ব্যাট হাতে যতটা আক্রমণাত্মক কথায় ঠিক ততটাই হাস্যজ্জল। অস্ট্রেলিয়াকে ৩-০ ব্যবধানে সিরিজ হারানোর পর স্বভাবসুলভ ভঙ্গিতেই কথা বলেছেন এই ক্যারিবীয় তারকা। 

আরও অনেকদিন ব্যাটিং দ্যুতি ছড়িয়ে যাওয়ার আশা নিয়ে গেইল বলেন, 'আমার এখন প্রধান মনোযোগ বিশ্বকাপে। ক্রিস গেইল রান পাচ্ছে না, বয়স খুব তাড়াতাড়ি ৪২ হয়ে যাবে, এসব সংখ্যা মনে রেখো না। এখনো ক্রিস গেইলকে মাঠে দেখতে পেয়ে তোমাদের খুশি হওয়া উচিত। আশা করছি, যত দিন সম্ভব ক্রিস টিকে থাকবে। মুহূর্তগুলো উপভোগ করো।'

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে বিধ্বংসী ইনিংসের পথে গেইল স্পর্শ করেছেন স্বীকৃতি টি-টোয়েন্টিতে ১৪ হাজার রান। সংক্ষিপ্ত এই ফরম্যাটে রান সংগ্রহে গেইলের ধারা কাছেও নেই কেউ। সেন্ট লুসিয়ায় এদিন গেইল খেলেন ৭ ছক্কায় ৩৮ বলে ৬৭ রানের ইনিংস। ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ জেতে ৬ উইকেটে।

গেইল জানিয়েছেন যতদিন মাঠে আছেন তার খেলা উপভোগ করতে। তার ভাষ্য, 'ক্রিস গেইলের অর্ধশতক না করা নিয়ে ধারাভাষ্যকাররা কোনো পরিসংখ্যান দিচ্ছে না। ইউনিভার্স বসকে শুধু সম্মান করো। তাকে খেলতে দাও এবং মজা করো। ক্রিস গেইল, একটি শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজ দল এবং কিছু দারুণ তরুণদের সাথে সময়টা উপভোগ কর।'

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি শেষে গেইলের ছক্কার সংখ্যা এখন ১ হাজার ২৮টি। এই রেকর্ডের দুইয়ে থাকা পোলার্ডের ছক্কা ৭৩০টি। গেইল বারবার পারফরম্যান্স করে মনে করিয়ে দেন কেন তিনি এই ফরম্যাটের অন্যতম সেরা বিনোদনদাতা।