বাংলাদেশ-জিম্বাবুয়ে

মাহমুদউল্লাহর জন্য জিততে চেয়েছিলেন সাদমানরা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:24 মঙ্গলবার, 13 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের মাঝ পথে অবসরের সিদ্ধান্তের কথা জানিয়ে আলোচনা জন্ম দিয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। ম্যাচের পঞ্চম দিন সতীর্থদের গার্ড অব অনার দিয়ে সাদা টেস্ট থেকে বিদায় নিয়েছেন তিনি।

হঠাৎ করে অবসরের সিদ্ধান্ত নেয়ার পর বাংলাদেশ দল মাহমুদউল্লাহর জন্য ম্যাচটি জিততে চেয়েছিল। এর ফলে এই ম্যাচে ভালো করার ইচ্ছেটা আরও বেড়ে গিয়েছিল বলে জানিয়েছেন বাংলাদেশের টেস্ট ওপেনার সাদমান ইসলাম।

মঙ্গলবার সকালে বাংলাদেশ দলের ৬ টেস্ট ক্রিকেটার দেশে ফিরেছেন। সাদমানের সঙ্গে দেশে পা রেখেছেন অধিনায়ক মুমিনুল হক, ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, ইয়াসির আলী, স্পিনার নাঈম হাসান।

বিমানবন্দরে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে সাদমান বলেন, 'আমরা জানতাম না যে রিয়াদ ভাই এমন কিছু বলবেন। উনি বলার পর আমাদের ভালো করার ইচ্ছাটা আরও বেড়ে গিয়েছিল। মনে হয়েছিল যে ওনার জন্য হলেও ম্যাচটা জিততে হবে।'

২০০৯ সালে মাহমুদউল্লাহর অভিষেক টেস্টেই জিতেছিল বাংলাদেশ। শুরুর মতো শেষটাও যাতে রাঙানো হয় সেটাই চেষ্টা করেছিলেন সাদমানরা। অবশেষে ম্যাচটি ২২০ রানে জিতেছে বাংলাদেশ। ক্যারিয়ার সেরা ১৫০ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচের সেরা খেলোয়াড়ও হয়েছেন মাহমুদউল্লাহ।

মাহমুদউল্লাহর অবসরের সিদ্ধান্ত প্রসঙ্গে সাদমান বলেন, 'এমনি হঠাৎ শুনতে পেরেছিলাম যে রিয়াদ ভাইয়ের মনে হয় এটাই শেষ টেস্ট। এরপর ম্যাচের একটু আগে জানতে পারি উনি আর খেলবেন না। উনি আমাদের দলের জন্য যা করে গিয়েছেন... তাই তার কারণে সবাই একটু মন খারাপ করেছিলাম, যে করেই হোক শেষ ম্যাচটা উনার জন্য খেলতে হবে।'