দ্য হান্ড্রেড

'দ্য হান্ড্রেডে' ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটারদের খেলা নিয়ে শঙ্কা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:57 মঙ্গলবার, 13 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

চলতি মাসেই মাঠে গড়ানোর কথা রয়েছে ইংল্যান্ডের ১০০ বলের ঘরোয়া টুর্নামেন্ট 'দ্য হান্ড্রেডের'। যদিও উদ্বোধনী আসরে ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটারদের খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। কারণ কদিন পরেই মাঠে গড়াচ্ছে ভারতের বিপক্ষে ইংল্যান্ডের টেস্ট সিরিজ।

ইংল্যান্ডের করোনা পরিস্থিতি প্রতিনিয়ত খারাপের দিকে যাচ্ছে। এর ফলে ইংল্যান্ডের গ্রীষ্মের দ্বিতীয়ভাগের খেলাধুলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। সরকারী নিয়ম অনুযায়ী প্রতিটি স্কোয়াডকেই ১০ দিনের আইসোলেশনে থাকতে হবে। করোনার সংক্রমণের কারণে ইংল্যান্ডের মূল দল এখন আইসোলেশনে।

এর ফলে পাকিস্তানের বিপক্ষে বেন স্টোকসের নেতৃত্বাধীন দ্বিতীয়সারির দল খেলছে। সেই দল নিয়ে পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছে ইংল্যান্ড। ২১ জুলাই শুরু হওয়ার কথা রয়েছে দ্য হান্ড্রেডের। ইসিবি চাইলে টুর্নামেন্ট শুরুর ১০ দিনের মধ্যে টেস্ট ক্রিকেটারদের নাম প্রত্যাহার করতে পারবে টুর্নামেন্ট থেকে।

দ্য হান্ড্রেডে টেস্ট খেলা ক্রিকেটারদের না খেলতে পারাটা দুঃখজনক বলে মন্তব্য করেছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। তিনি বলেন, 'আমরা টুর্নামেন্টে অংশ না নিতে পারলে এটা অনেক দুঃখজনক হবে। এটা ইংল্যান্ডের অনেক বড় একটি টুর্নামেন্ট। আমরা এটার অংশ হতে চাই। আমরা জানি খেলোয়াড়রা কিভাবে ফ্র্যাঞ্চাইজিতে বড় ভূমিকা পালন করে। যদি কোভিডের কারণে টেস্ট প্লেয়াররা টুর্নামেন্ট খেলতে না পারে তবে বড় ক্ষতি হবে।'

ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের আলোচিত এই টুর্নামেন্টে খেলতে এখন পরিস্থিতির দিকে চেয়ে আছেন স্টোকস। তিনি বলেন, 'আমার এ নিয়ে সন্দেহ নেই যে পরিস্থিতি বদলাতে পারে। খেলোয়াড়দের নিরাপত্তার জন্য সব কিছু করা হচ্ছে এবং সাপোর্টিং স্টাফদের জন্যও। ভারত সিরিজের জন্য কিছুই থেমে থাকবে না। কিন্তু এটা সঠিক পন্থায় করতে হবে।'

তিনি যোগ করেন, 'আপনাকে ছাড় দিতে হবে কিন্তু একই সময় ভালো কিছু করার কথাও চিন্তা করতে হবে। কারণ সুরক্ষা বলয়ে থাকা খুবই কষ্টদায়ক। হোটেল থেমে মাঠে যাওয়া এর মধ্যে অনেক কিছু নিয়ে ভাবতে হবে। একটি হলো সবাইকে নিরাপদ রাখা আরেকটি হলো সবার মানসিক দিকটাও বিবেচনা করতে হবে।'