আইসিসি

ভারতের নারী ক্রিকেট দলকে আইসিসির শাস্তি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:29 মঙ্গলবার, 13 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ভারতের নারী ক্রিকেট দলকে শাস্তি দিয়েছে আইসিসি (দ্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল)। জরিমানা করা হয়েছে ম্যাচ ফি’র ২০ শতাংশ। মূলত স্লো ওভার রেটের কারণে এই শাস্তি পেয়েছেন তারা।  

হোভে ইংল্যান্ড নারী দলের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয় নিয়ে মাঠ ছেড়েছে হারমানপ্রীত করের দল। তবে ম্যাচ জিতলেও শাস্তি পেতে হয়েছে পুরো দলকেই। 

নির্ধারিত সময়ে যত ওভার করার নিয়ম তার থেকে ১ ওভার কম বল করেছিল ভারতের নারী ক্রিকেট। যেকারণে আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি ফিল হুইটিকেস জরিমানা আরোপ করেন।

আইসিসির কোড অব কন্ডাক্টের অনুচ্ছেদ ২.২২ অনুযায়ী নির্ধারিত সময়ে প্রতি ১ ওভার কম করার জন্য ২০ শতাংশ ম্যাচ ফি কর্তন করা হবে।

ভারতীয় নারী দলের ক্যাপ্টেন হারমানপ্রীত কর ভুল স্বীকার করে শাস্তি মেনে নেওয়ায় আর এই ঘটনায় শুনানির দরকার পড়েনি।

অন ফিল্ড আম্পায়ার ইয়ান ব্ল্যাকওয়েল ও পল বাডউইন, তৃতীয় আম্পায়ার সু রেডফার্ন ও চতুর্থ আম্পায়ার টিম রবিনসনের অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেন ম্যাচ রেফারি ফিল হুইটিকেস।