শ্রীলঙ্কা ক্রিকেট

ম্যাথুসকে অবসর নিতে দেয়া অন্যায় হবে: আতাপাত্তু

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:26 সোমবার, 12 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

কেন্দ্রীয় চুক্তিতে স্বাক্ষর করা নিয়ে গত কিছুদিন বেশ উত্তাল ছিল শ্রীলঙ্কা ক্রিকেট। ভারতের বিপক্ষে সিরিজের আগে অবশ্য সেই চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন ক্রিকেটাররা। কিন্তু বোর্ডের সঙ্গে চুক্তিতে স্বাক্ষর করেননি অ্যাঞ্জেলো ম্যাথুস। লঙ্কান সাবেক এই অধিনায়ক বোর্ডকে বলেছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে চান তিনি।

ভারতের বিপক্ষে সিরিজের পাশাপাশি আগামী অন্যান্য সিরিজগুলো ক্ষেত্রে কিংবা যে কোন জাতীয় দায়িত্বে তাকে বিবেচনা না করারও অনুরোধ করেছেন। শ্রীলঙ্কারই আরেক সাবেক অধিনায়ক মারভান আতাপাত্তু মনে করছেন, ম্যাথুসকে এখন অবসর নিতে দেয়া হবে সবথেকে বড় অন্যায়।

যুক্তি হিসেবে তিনি তুলে ধরেছেন ম্যাথুসের ব্যাটিংয়ের ক্ষেত্রে চাপ সামলানোর অসাধারণ প্রতিভার কথা। এ ছাড়া আগামী ৩ বছর বিভিন্ন আন্তর্জাতিক ইভেন্টে ম্যাতুস কতটা গুরুত্ববহ ক্রিকেটার হয়ে উঠতে পারেন তাও মনে করে দিয়েছেন। তবে অবসর না নিয়ে বরং বোলিং করা বন্ধ করার পরামর্শ দিয়েছেন তিনি।

আতাপাত্তু বলেন, 'ঠিক আছে, আমি সবার আগে মনে করি, তাকে বোলিং করা বন্ধ করতে হবে। তিনি খুব কম ব্যাটসম্যানদের মধ্যে একজন, যিনি চাপ সামলিয়ে নিতে পারেন। আমি বলছি না যে তাঁর কাছে বিশ্বের সবচেয়ে বড় কৌশল রয়েছে তবে প্রযুক্তির দিক দিয়ে যা আছে তার ক্ষতিপূরণ দেওয়ার মতো মানসিক ক্ষমতা তাঁর রয়েছে।'

সাধারণত ৩০ বছর পার হতে ক্রিকেটাররা আন্তর্জাতিক ক্যারিয়ারে সেরা সময় অতিবাহিত করে। ৩৪ বছর বয়সী ম্যাথুসকে এখন অবসর নিতে না দিয়ে বরং সব ফরম্যাটে খেলানোর পরামর্শ দিয়েছেন আতাপাত্তু। আর এ ক্ষেত্রে শ্রীলঙ্কা ক্রিকেটকে বড় ভূমিকা রাখতেও বলেছেন তিনি।

আতাপাত্তু বলেন, 'একদিনের ক্রিকেটের কথা বলতে গেলে সে অন্যতম সেরা ফিনিশার। সে খুব স্তরীয়, এবং সে খেলাটি খুব ভালভাবে বুঝে, বিশেষত যখন সে ব্যাটিং করে। যখন কারো বয়স তিরিশের কোটা ছোঁয় তখনই সে তার সেরাটি দেয়। সুতরাং এই পর্যায়ে এটি অপরাধ তবে এটি কেবল তাঁর দায়িত্বই নয় কর্তৃপক্ষেরও। তাই তাকে কিছুটা সমর্থন দিন।'

তিনি আরো বলেন, 'তাকে বুঝতে দিন যে আসন্ন তিন বছর ব্যাটিংয়ের ক্ষেত্রে তার সেরা বছর। আমি অবশ্যই ভাবি না যে তাকে একটি ফরম্যাটে সীমাবদ্ধ রাখা উচিত। তার ক্যারিয়ারের পরিসংখ্যান নিজের পক্ষে কথা বলবে। এটি তার বোলিং ছেড়ে দেওয়ার বিষয়। আমি জানি তাকে বোলিংয়ে ঠেলে দেওয়া হয়েছে কারণ আমাদের সেই ভারসাম্য নেই দলে।'