promotional_ad

লঙ্কা সিরিজে ভারতের একাদশ নির্বাচন করলেন লক্ষণ-ইরফান

 সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত দল এখন যুক্তরাজ্যে। এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজ খেলতে শিখর ধাওয়ানের নেতৃত্বে আর একটি দল এখন লঙ্কা দ্বীপে অবস্থান করছে। আগামী ১৮ জুলাই থেকে শুরু হবে দুই দলের সিরিজ।


তবে ভারত কিছুটা খর্বশক্তির দল শ্রীলঙ্কায় পাঠালেও একাদশ নির্বাচনের ক্ষেত্রে ভালোই বেগ পেতে হবে এই দলের অধিনায়ক শিখর ধাওয়ান এবং কোচ রাহুল দ্রাবিড়কে। কেননা এই দলে যেমন ধাওয়ান কিংবা ভুবনেশ্বর কুমারদের মতো অভিজ্ঞ ক্রিকটাররা রয়েছেন তেমনি রয়েছেন আইপিএলে ভালো খেলা বেশ কজন।


promotional_ad

রুতুরাজ গায়কোয়াড়, দেবদূত পাডিকাল কিংবা চেতন সাকারিয়ারা অপেক্ষায় আছেন জাতীয় দলের হয়ে অভিষেকের। সেক্ষেত্রে ভারতের দুই সাবেক ক্রিকেটার ভিবিএস লক্ষণ এবং ইরফান পাঠান, ধাওয়ান এবং দ্রাবিড়কে একাদশ নির্বাচনের ক্ষেত্রে দিয়েছেন বেশ কয়েকটি পরামর্শ।


স্টার স্পোর্টসের অনুষ্ঠানে লক্ষণ বলেন, 'এটি ২০ সদস্যের একটি স্বয়ংসম্পূর্ণ স্কোয়াড। কিন্তু ওপেনিংয়ের জন্য আমি বেছে নেব শিখর ধাওয়ান এবং পৃথ্বী শকে। ৩ নম্বর ব্যাটসম্যান হতে পারেন সূর্যকুমার যাদব। ওয়ানডের জন্য ৪ নম্বর পজিশনে খেলতে পারেন সাঞ্জু স্যামসন। ৫ নম্বরে খেলতে পারেন মনিষ পান্ডে।'


তিনি আরো বলেন, '৬ নম্বরের জন্য আমি বেছে নেব হার্দিক পান্ডিয়া এবং ক্রুনাল পান্ডিয়া ৭ নম্বরে। আমি দুজন পেস বোলার ভুবনেশ্বর কুমার এবং দিপক চাহারকে বেছে নেব এবং দুই স্পিনার হিসেবে থাকবেন কুলদ্বীপ যাদব এবং যুজবেন্দ্র চাহাল। এটিই আমার ওয়ানডের জন্য ভারতের সেরা একাদশ।'


লক্ষণের এই দলের সঙ্গে পুরোপুরি একমত ইরফানও। তবে একটি পরিবর্তন তিনি করতে পারেন যদি না হার্দিক পান্ডিয়া বল করেন। সেক্ষেত্রে ইরফান একজন বাড়তি ব্যাটসম্যান খেলানোর সাহস করতে পারেন। কেননা অনেকদিন থেকেই হার্দিক শুধু ব্যাটসম্যান হিসেবে খেলছেন।


একই অনুষ্ঠানে ইরফান বলেন, 'এই দলে আমি একটি বদল চাই। যদি হার্দিক পান্ডিয়া বল করে আমি তাকে অলরাউন্ডার হিসেবে পেতে চাই। তাহলে আমি একজন বাড়তি ব্যাটসম্যানও নিতে পারব। ক্রুনাল পান্ডিয়ার পরিবর্তে নিতিশ রানা। কারণ আমি হার্দিককে কয়েক ওভার বল করতে দেখতে চাই।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball