Connect with us

ভারত-শ্রীলঙ্কা

কোচদের ছাড়াই অনুশীলন করবে লঙ্কান ক্রিকেটাররা


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

করোনার থাবায় পিছিয়ে গিয়েছে ভারত-শ্রীলঙ্কার মধ্যকার ওয়ানডে সিরিজ। ১৩ জুলাই থেকে শুরু হওয়ার কথা থাকলেও এখন সিরিজটি হবে ১৮ জুলাই থেকে। মূলত শ্রীলঙ্কার কোচিং স্টাফদের দুজন করোনায় আক্রান্ত হওয়ার কারণেই পিছিয়ে দেয়া হয় সিরিজটি। 

এদিকে শ্রীলঙ্কার সব ক্রিকেটারের করোনা টেস্টের ফলাফল নেগেটিভ এসেছে। ফলে অনুশীলনের অনুমতি পেয়েছে ক্রিকেটাররা, তবে অনুশীলনে থাকবে না কোচিং স্টাফদের কেউ।

এসএলসি মেডিকেল কমিটির প্রধান অধ্যাপক অর্জুনা ডি সিলভা বলেছেন, ‘ক্রিকেটারদের কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে, সবারই ফলাফল নেগেটিভ এসেছে। আমরা তাঁদের অনুশীলনে ফেরার অনুমতি দিয়েছি।'

'প্রথমে জিম সেশন দিয়ে শুরু করবে এবং পরবর্তী দিনে আউটডোরে অনুশীলন করবে। তবে এ সবকিছুই কোচিং স্টাফদের ছাড়া চালিয়ে যেতে হবে' আরও যোগ করেন তিনি। 

ইংল্যান্ড থেকে ফিরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন শ্রীলঙ্কার ব্যাটিং কোচ গ্রান্ট ফ্লাওয়ার ও ডাটা অ্যানালিস্ট জিটি নিরোসনের। তাই শেষ মুহূর্তে শ্রীলঙ্কার সবার করোনা পরীক্ষা নেয়ার পাশাপাশি সিরিজ পিছিয়ে দেয় এসএলসি।  ন

তুন সূচি অনুযায়ী প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামী ১৮ জুলাই, দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে যথাক্রমে ২০ ও ২৩ জুলাই হবে। এরপর দুই দিন বিরতি নিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু ২৫ জুলাই, দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ ২৭ জুলাই। আর শেষ ম্যাচটি হবে ২৯ জুলাই। বায়ো-বাবল ইস্যুতে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে সব ম্যাচ।

 

সর্বশেষ

২৮ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২১

দারুণ জয়ে প্লে অফে খেলার আশা জোরালো করল কলকাতা

২৮ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২১

শ্রীলঙ্কা ও আয়ার‌ল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ

২৮ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২১

হায়দরাবাদের পরিকল্পনায় নেই ওয়ার্নার: ইরফান

২৮ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২১

একাদশে সাকিবের না থাকার কারণ জানালেন কলকাতার সহকারী কোচ

২৮ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২১

ওয়ার্নারদের সাইডবেঞ্চে রাখার ইঙ্গিত বেলিসের

২৮ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২১

স্বপ্ন দেখিয়েও সালমানকে দলে নিচ্ছে না পাকিস্তান

২৮ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২১

তবুও একাদশে নেই সাকিব

২৮ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২১

বিশ্বকাপের জন্য হার্দিককে জমিয়ে রাখছেন রোহিত

২৮ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২১

মঈনের অবসর ইংল্যান্ডের জন্য বড় ক্ষতি: রুট

২৮ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২১

মুশফিক-ইমরুলের ব্যাটে বাংলাদেশ ‘এ’ দলের দাপুটে জয়

আর্কাইভ

বিজ্ঞাপন