কোহলি তো আইপিএলের ট্রফিও জিততে পারেনি: রায়না

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:19 সোমবার, 12 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

কদিন আগেই নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেরেছে ভারত। এরপর থেকেই বিরাট কোহলিকে ভারতের নেতৃত্ব থেকে সরিয়ে দেয়ার দাবি তুলেছেন অনেক ক্রিকেট বিশ্লেষক ও সাবেক ক্রিকেটার।

ভারতের অনেক সাবেক ক্রিকেটার মনে করেন টি-টোয়েন্টির নেতৃত্ব দেয়া উচিত রোহিত শর্মাকে। আর টেস্টের দায়িত্ব বুঝিয়ে দেয়া উচিত আজিঙ্কা রাহানেকে। অবশ্য এমন পরিস্থিতিতে কোহলিকে আরও সময় দেয়ার পরামর্শ দিয়েছেন তার সাবেক সতীর্থ সুরেশ রায়না।

অধিনায়ক হিসেবে কোহলিকে বর্তমান সময়ের সেরা মানছেন সাবেক এই ভারতীয় ব্যাটসম্যান। আইসিসির ট্রফি না জেতায় কোহলির সমালোচনা করা হচ্ছে। সেখানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) কোনো ট্রফি ছুঁতে পারেননি কোহলি। তাকে তাই আরও সময় দেয়ার পক্ষপাতি রায়না।

তিনি বলেছেন, 'বিরাট এক নম্বর অধিনায়ক (বর্তমান সময়ে)। রেকর্ড বলছে সে প্রচুর কিছু পেয়েছে। পাশপাশি সে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান। লোকেরা আইসিসি ট্রফির কথা বলে, কিন্তু বিরাট এখনও আইপিএল ট্রফি জিততে পারেনি। আমার মনে হয় বিরাটকে আরও একটু সময় দেওয়া উচিত।'

সামনেই টানা তিন বছর তিনটি বিশ্বকাপ। এর একটি জিতেই কোহলি শিরপা খরা কাটাবেন বলে বিশ্বাস রায়নার। তার ভাষ্য, 'এরপর একের পর এক তিনটি বিশ্বকাপ রয়েছে। দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং একটি ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে ওঠাটাও মোটেই সহজ না। কখনও কখনও কিছু জিনিস মিস হয়ে যায়'।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের হারের কারণ ব্যাখ্য়া করতে গিয়ে রায়না বলছেন, 'টেস্ট চ্যাম্পিয়নশিপেরই উদাহরণ দেয়া যাক। অনেকে বলছেন, কন্ডিশনের জন্য এই হার। তবে আমি মনে করি আমাদের ব্যাটিংয়ে কিছু ঘাটতি ছিল। বড় ব্যাটসম্যানদের আরও দায়িত্ব নেওয়া উচিত।'