ইংলিশ কাউন্টি

ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটেও করোনার হানা, আক্রান্ত হ্যান্ডসকম্ব

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:32 সোমবার, 12 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

করোনায় আক্রান্ত হয়েছেন পিটার হ্যান্ডসকম্ব। ইংল্যান্ডের মিডলসেক্সের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলার সময়েই আক্রান্ত হন তিনি। রিপোর্ট হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে অস্ট্রেলিয়ান এই ব্যাটসম্যানকে আইসোলেশনে পাঠিয়ে দিয়েছে ক্লাবটি।

চলতি মৌসুমে মিডলসেক্সের অধিনায়কত্ব করছিলেন হ্যান্ডসকম্ব। সর্বশেষ মাঠে নেমেছিলেন ৫ জুলাই গ্লৌচেস্টারশায়ারের বিপক্ষে। যা শেষ হয় ৮জুলাই। এরপর ১২জুলাই করোনা পজিটিভ হন ৩০ বছর বয়সী এই ক্রিকেটার।

এই মুহূর্তে হ্যান্ডসকম্বের জায়গায় মিডলসেক্সকে নেতৃত্ব দিচ্ছেন টিম মুরতাগ। লিচেস্টাশায়ারের বিপক্ষে দ্বিতীয় গ্রুপের ম্যাচে প্রথম দিন শেষে ৩ উইকেটে স্কোরবোর্ডে ২৮০ রান তুলেছে মিডেলসেক্স।

এদিকে রবিবার করোনা পজিটিভ এসেছেন কেন্টের এক ক্রিকেটার। ফলে পুরো দলকেই ১০দিনের আইসোলেশনে পাঠানো হয়েছে। সারের ১১ জুলাই ম্যাচের প্রথম দিন মাঠে গড়ানোর পরই সেই ক্রিকেটারের করোনা আক্রান্তের খবর আসে।

এক বিবৃতিতে ক্লাবটি জানায়, '১০ জুলাই ক্রিকেটারদের করোনা পরীক্ষা করা হয় যেখানে একজন পজিটিভ এসেছে। তাকে আপাতত ১০দিনের আইসোলেশনে পাঠানো হয়েছে।'

'এমনকি সংস্পর্শে আসা সকলকেই এর মধ্য দিয়ে যেতে হবে। এই পরিস্থিতিতে হেইনো কুন দলটির নেতৃত্বভার সামাল দেবে। আনুষ্ঠানিকভাবে শীঘ্রই তা জানিয়ে দেয়া হবে।'