জিম্বাবুয়ে - বাংলাদেশ সিরিজ

টেস্ট থেকে মাহমুদউল্লাহর বিদায়

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:09 রবিবার, 11 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টই হয়ে থাকলো তাঁর ক্যারিয়ারের শেষেই সাদা পোশাকের ম্যাচ।

মাহমুদউল্লাহর অবসরের বিষয়টি নিশ্চিত করেছেন মুমিনুল হক। ম্যাচ শেষে এক ভিডিও বার্তায় বাংলাদেশের এই টেস্ট অধিনায়ক জানিয়েছেন, ‘মাহমুদউল্লাহর বিদায়ে তাঁর মন খারাপ। 

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়েই দীর্ঘ ১৬ মাস পর টেস্ট ক্রিকেটে ফিরেছিলেন তিনি। এই টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের বিপর্যয়ে দাঁড়িয়ে ২৭৮ বলে ১৫০ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি।

এর মধ্যে নবম উইকেটে তাসকিন আহমেদকে নিয়ে ১৯১ রানের জুটি গড়ে বাংলাদেশকে ৪৬৮ রানের বিশাল পুজি নিশ্চিত করেছেন।

সাদা পোশাকের ক্রিকেটে মাহমুদউল্লাহ ৫০ টি টেস্ট খেলে ব্যাট হাতে ২ হাজার ৯১৪ রান করেছেন। টেস্ট ক্যারিয়ারে তিনি ৫টি সেঞ্চুরি ও ১৬টি হাফ সেঞ্চুরি করেছেন।

বল হাতেও বাংলাদেশের হয়ে কার্যকরী ভূমিকা রেখেছেন মাহমুদউল্লাহ। ডানহাতি অফ স্পিনে তিনি শিকার করেছেন ৪৩ উইকেট। তার ক্যারিয়ার সেরা বোলিং পরিসংখ্যান ৫১ রানে ৫ উইকেট। 

২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের কিংস্টনে স্বাগতিকদের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল মাহমুদউল্লাহর। সেই ম্যাচে ব্যাট হাতে ৯ ও ৮ রান করলেও দুই ইনিংসে ৩ ও ৫ উইকেট নিয়ে বাংলাদেশকে ৯৫ রানে ম্যাচ জিততে বড় ভূমিকা রেখেছিলেন।